গুপ্তহত্যা ও জনশঙ্কা-দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনুন

বেশ কিছুদিন ধরে দেশে গুপ্তহত্যা, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ, অর্থ দাবি এবং হত্যাকাণ্ডের মতো অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে। এসব অপরাধ এতটাই বৃদ্ধি পেয়েছে যে নিরীহ মানুষ ব্যবসাপ্রতিষ্ঠান বা কর্মস্থল তো বটেই, নিজ ঘরে অবস্থান করেও নিশ্চিন্তে ঘুমাতে পারছে না। একের পর এক ঘটনা মহানগর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে চলেছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে


গৃহে প্রবেশ করে অথবা তুলে নিয়ে গিয়ে অর্থ দাবি করা হয় এবং অর্থ না পেলে হত্যা করা হয়। রাতদুপুরে প্রাইভেট কার, মাইক্রোবাস সহযোগে পুলিশ বর্মকর্তা পরিচয়ে বাড়িতে প্রবেশ করে জবরদস্তি বিয়ে করার চেষ্টাও হয়েছে। প্রতিনিয়তই এ-সংক্রান্ত অপরাধ গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। একের পর এক নিষ্ঠুর হত্যা, অপহরণের ঘটনা পত্রিকার পাতায় ফলাও করে ছাপা হচ্ছে; অথচ ঘটনার সঙ্গে জড়িত থাকা অপরাধীকে আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত করতে পারছে না। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছেছে যে সরকারের বিভিন্ন সংস্থা এবং শীর্ষ নেতারাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ পরিস্থিতি সৃষ্টির পেছনে নিঃসন্দেহে প্রশাসনের ব্যর্থতা ও দুর্বলতা রয়েছে। বিশেষজ্ঞদের পাশাপাশি বেশির ভাগ মানুষ মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর অনিয়ম ও অসৎ পথ অবলম্বনের সুযোগ নিয়ে এবং কখনো কখনো তাদের মধ্যে কারো কারো সহায়তায় এসব অপরাধ সংঘটিত হচ্ছে। একটি সরকারের সফলতা-ব্যর্থতা ও ভাবমূর্তি অনেকটাই নির্ভর করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে সরকারের জনপ্রিয়তাই শুধু খাটো হয় না, সেই সঙ্গে দেশের অর্থনীতিতেও বিরূপ প্রভাব পড়ে। এসব বহুকালের জ্ঞাত-বিষয়। অথচ এ বিষয়ে যথেষ্ট দৃষ্টি নেই সরকারের। শুধু উদ্বেগ প্রকাশ করলে বা উদ্বিগ্ন হলেই হয় না, সেই সঙ্গে সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সরকারের জন্য অপরিহার্য। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ গ্রহণে ঘাটতি রয়েছে। সুতরাং এই ভয়ানক পরিস্থিতি মোকাবিলায় সরকারকে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে বিশেষ টাস্কফোর্স গঠন করে চিরুনি অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। তবে লক্ষ রাখতে হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে যেন নিরীহ মানুষ দুর্ভোগে না পড়ে। সরকারের মনে রাখতে হবে, এমন অবস্থা দীর্ঘায়িত হলে আইনশৃঙ্খলা পরিবেশ সম্পূর্ণরূপে ভেঙে পড়তে পারে। মনে রাখতে হবে, দেশের মানুষ স্বল্প আয়ে সাধারণ জীবন যাপন করেও শান্তিতে বসবাস করতে চায়; আইনশৃঙ্খলার পরিস্থিতি এমন নাজুক থাকলে তা জনগণ মেনে নেবে না।

No comments

Powered by Blogger.