মুক্তির মন্দির সোপানতলে by কাজী আসাদুজ্জামান ও ওয়াহিদুল আলম

চারদিকে ঘন কালো অন্ধকার। নীরব নিথর নিস্তব্ধতা। কুয়াশার ঘন চাদরে ঢাকা পড়েছে পথপ্রান্তর। তীব্র শীতে শরীরময় কাঁপন উঠেছে, রাতও গভীর হচ্ছে। কিন্তু কোনো কিছু দমাতে পারছে না সুহৃদদের। সবাই হাজির হয়েছে ফতেয়াবাদ বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। উদ্দীপ্ত তারুণ্যের চোখে-মুখে গভীর শ্রদ্ধাবোধ। এমনি এক মুহূর্তে উপস্থিত সবাই একযোগে মোমবাতি প্রজ্বলন করে, দিপশিখার আলোকরশ্মি ছড়িয়ে পড়ে সর্বত্র, মায়াবী আলোর প্রতিটি রশ্মি যেন


শহীদ স্মরণে নিজেদের করেছে উৎসর্গ...। ১৪ ডিসেম্বর চট্টগ্রাম সুহৃদের আয়োজনে ও ফতেয়াবাদ সুহৃদের সহযোগিতায় দিপশিখা প্রজ্বলন কর্মসূচির প্রধান অতিথি মানবাধিকার কর্মী ও সুহৃদ সাধারণ সম্পাদক মির্জা ইমতিয়াজ শাওন বলেন, আমাদের সৃজনশীল কর্মে শহীদ বুদ্ধিজীবীদের রক্তের কালিতে লেখা এ দেশের নাম উজ্জ্বল করতে হবে। তাদের দেখানো ত্যাগের শিক্ষায় নিজেদের প্রস্তুত করতে হবে ও যে কোনো সময় দেশের প্রয়োজনে নিবেদিত করতে হবে মনপ্রাণ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের অর্থ সম্পাদক এসএম আরাফাতুল আলম, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, দফতর ও জনসংযোগ সম্পাদক কাজী আসাদুজ্জামান, সদস্য ওয়াহিদুল আলম, ফতেয়াবাদ শাখার সুহৃদ বাপ্পী, ইসমাইল, শাহেদ, মুন্না, জাহেদ, ফারুক, মতিন, টিপু, অভি প্রমুখ।
দফতর ও জনসংযোগ সম্পাদক, সদস্য

No comments

Powered by Blogger.