অসাধু রিত্রুক্রটিং এজেন্সি-জনশক্তি রফতানির বিষফোঁড়া

সাধু রিত্রুক্রটিং এজেন্সি কেবল বিদেশ গমনেচ্ছু শ্রমিকদেরই সর্বস্বান্ত করে না, বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানকেও দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করে। সে কারণে এসব প্রতিষ্ঠানের প্রতি কোনো অবস্থাতেই অনুকম্পা দেখানো উচিত নয়। এসব অসাধু রিত্রুক্রটিং এজেন্সির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন অনুষ্ঠান উদ্বোধনকালে হুশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি এসব প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ


আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। আমরা আশা করব, প্রধানমন্ত্রীর এই ঘোষণা অনুযায়ী অবশ্যই অসাধু রিত্রুক্রটিং এজেন্সির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। ফলে ভবিষ্যতে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে এ ধরনের ক্ষতিকারক প্রবণতা কমে আসবে। আশার কথা যে, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও আর্থিক ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রবণতা অব্যাহত থাকার সময়ও আমাদের বৈদেশিক কর্মসংস্থান থেকে আয় কমেনি। বরং আগের বছরগুলোর তুলনায় গত কয়েক বছরে এ খাতে আয় বেড়েছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অসাধু রিত্রুক্রটিং এজেন্সির দাপট বন্ধ করতে পারলে এই হার আরও বৃদ্ধি পাবে। জনশক্তি রফতানির ক্ষেত্রে দেখা যায়, অসাধু রিত্রুক্রটিং এজেন্সিগুলোর চাহিদা অনুযায়ী অর্থ জোগাড় করতে গিয়ে বিদেশে চাকরি প্রত্যাশীদের জমি পর্যন্ত বিক্রি করতে হয় বা ঘরবাড়ি বন্ধক রাখতে হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, বিদেশে চাকরির নিশ্চয়তা ছাড়াই সেসব প্রতিষ্ঠান বিদেশ গমনেচ্ছুদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। এরপর শুরু হয় নানা ধরনের টানবাহানা। আবার অনেক অসাধু রিত্রুক্রটিং এজেন্সি রয়েছে যারা নির্দিষ্ট চাকরির ব্যবস্থা না করেই শ্রমিকদের বিদেশে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা চাকরির ব্যবস্থা করার চেষ্টা চালায়। এসব ক্ষেত্রে দেখা যায়, নামমাত্র মজুরিতে চাকরির ব্যবস্থা হলেই তারা সটকে পড়ে। আবার কোনো শ্রমিক বিদেশি বিমানবন্দর থেকেই ফেরত এসেছে, এমন নজিরও আছে। কোনো ওয়ার্ক পারমিট ছাড়া তাদের রিত্রুক্রটিং এজেন্সি পাঠিয়েছিল বলেই এ পরিণতি। ফলে শ্রমিক পরিবারগুলোর জীবনে নেমে আসে এক চরম অনিশ্চয়তা। অসাধু রিত্রুক্রটিং এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা অবশ্যই নিতে হবে। যাতে ভবিষ্যতে আর কোনো রিত্রুক্রটিং এজেন্সি প্রতারণার ফাঁদ পাতার সুযোগ না পায় সে জন্য এই সেক্টরকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় নেওয়া উচিত।

No comments

Powered by Blogger.