দেখে নাও যুদ্ধের চলচ্চিত্র

মাদের গৌরবময় মুক্তিযুদ্ধ নিয়ে এ পর্যন্ত অনেক চলচ্চিত্রই নির্মিত হয়েছে। তোমরা কেউ কেউ তার কিছু দেখেছ। কারও আবার দেখা হয়নি। তোমাদের জন্য তাই হাজির করলাম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রগুলোর তালিকা। সংগ্রহ করে দেখে নিতে পার। এ তালিকা গ্রন্থনা করেছেন হাসান আশিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শিরোনাম : জীবন থেকে নেয়া [পরিচালক : জহির রায়হান], জয় বাংলা [উমা প্রসাদ মৈত্র], জয় বাংলাদেশ [আই এস জোহর], ওরা এগারো জন


[চাষী নজরুল ইসলাম], অরুণোদয়ের অগি্নসাক্ষী [সুভাষ দত্ত], বাঘা বাঙালী [আনন্দ], রক্তাক্ত বাংলা [মমতাজ আলী], ধীরে বহে মেঘনা [আলমগীর কবির], আবার তোরা মানুষ হ [খান আতাউর রহমান], আমার জন্মভূমি [আলমগীর কুমকুম], সংগ্রাম [চাষী নজরুল ইসলাম], আলোর মিছিল [নারায়ণ ঘোষ মিতা], মেঘের অনেক রঙ [হারুন-উর-রশিদ], কলমিলতা [শহীদুল হক খান], একাত্তরের যীশু [নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু], আগুনের পরশমনি [হুমায়ূন আহমেদ], নদীর নাম মধুমতী [তানভীর মোকাম্মেল], এখনো অনেক রাত [খান আতাউর রহমান], বাংলার ছাবি্বশ বছর [মোহাম্মদ আলী], কার হাসি কে হাসে [আনন্দ], বাঁধনহারা [এজে মিন্টু], চিৎকার [মতিন রহমান], রূপালী সৈকতে [আলমগীর কবির], মাটির ময়না [তারেক মাসুদ], শ্যামল ছায়া [হুমায়ূন আহমেদ], জয়যাত্রা [তৌকীর আহমেদ], গেরিলা [নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু]।
স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চিত্র
আমি স্বাধীনতা এনেছি [সাগর লোহানী], স্টপ জেনোসাইড [জহির রায়হান], লেট দেয়ার বি লাইট [জহির রায়হান], অ্যা স্টেট ইজ বর্ন [জহির রায়হান], লিবারেশন ফাইটার্স [আলমগীর কবির], রিমেমব্রেন্স'৭১ [আলমগীর কবির], এক সাগর রক্তের বিনিময়ে [আলমগীর কবির], সেই রাতের কথা বলতে এসেছি [কাওসার চৌধুরী], ইনোসেন্ট মিলিয়নস্ [বাবুল চৌধুরী], আগামী [মোরশেদুল ইসলাম], সূচনা [মোরশেদুল ইসলাম], হুলিয়া [তানভীর মোকাম্মেল], স্মৃতি'৭১ [তানভীর মোকাম্মেল], প্রত্যাবর্তন [মোস্তফা কামাল], ধূসর যাত্রা [আবু সাঈদ], আবর্তন [আবু সাঈদ], চাক্কি [এনায়েত করিম বাবুল], পতাকা [এনায়েত করিম বাবুল], দুরন্ত [খান আখতার হোসেন], একজন মুক্তিযোদ্ধা [দিলদার হোসেন], নীল দংশন [সুমন আহমদ], মুক্তির গান [তারেক মাসুদ, ক্যাথরিন মাসুদ], মুক্তির কথা [তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ]।
অন্যদেশে মুক্তিপ্রাপ্ত ফিল্ম
শিরোনাম : ডেটলাইন বাংলাদেশ [পরিচালক : গীতা মেহতা, দেশ :যুক্তরাজ্য], বাংলাদেশ ডায়রি [নাগিসা অশীমা, জাপান], জয় বাংলা
[নাগিসা অশীমা, জাপান], দ্য গোল্ডেন ল্যান্ড অব বেঙ্গল [নাগিসা অশীমা, জাপান], দুরন্ত পদ্মা [দুর্গা প্রসাদ, ভারত]

No comments

Powered by Blogger.