আরও ৫৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল

সরায়েল গত রোববার আরও ৫৫০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। ইসরায়েলি সেনা গিলাদ শালিতের মুক্তির বিনিময়ে গত অক্টোবরের চুক্তি অনুযায়ী দ্বিতীয় দফায় এই বন্দীদের মুক্তি দেওয়া হলো। দুই মাস আগে প্রথম দফায় ৪৭৭ বন্দীকে মুক্তি দিয়েছিল ইসরায়েল। এদের অনেকের বিরুদ্ধে হত্যা ও আত্মঘাতী হামলা পরিকল্পনা করার অভিযোগ ছিল।
ফিলিস্তিনের পশ্চিম তীরের শহর রামাল্লার কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তি পাওয়া বন্দীদের একটি বড় অংশ ১২টি


বাসে করে স্থানীয় সময় রোববার রাত ১০টার দিকে শহরে এসে পৌঁছায়। ফিলিস্তিনি প্রেসিডেন্টের সদর দপ্তরে তাঁদের জন্য অপেক্ষায় ছিলেন স্বজনেরা।
এ ছাড়া বন্দীদের ৪১ জনের একটি ছোট দল ইসরায়েলি সীমান্ত অতিক্রম করে হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় ঢোকে। তাঁদের স্বাগত জানাতে প্রায় তিন হাজার মানুষ সীমান্তে জড়ো হয়।
ইসরায়েলি এক কারা কর্মকর্তা জানান, ফিলিস্তিনি আরও দুই বন্দীকে মুক্তি দেওয়ার জন্য প্রতিবেশী জর্ডানের সীমান্তে নেওয়া হয়। এ ছাড়া আরও দুজনকে মুক্তি দিয়ে জেরুজালেমের আতারুত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, বন্দীদের এই মুক্তি-প্রক্রিয়া ও পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক রেডক্রস কমিটি সহযোগিতা করেছে। এএফপি, বিবিসি।

No comments

Powered by Blogger.