মাইক্রোবাসে বিপদ...

রাস্তাঘাটে বা অপরিচিত মাইক্রোবাসে যাত্রী হয়ে উঠতে সাবধান। তা না হলে হারাতে পারেন আপনার সঙ্গে থাকা মূল্যবান জিনিস ও অর্থ। এমনকি হারিয়ে যেতে পারেন এ সুন্দর পৃথিবী থেকেও। নগরীতে চাহিদার তুলনায় যাত্রীবাহী গণপরিবহনের সংখ্যা কম। বিশেষ করে অফিস, আদালত, ব্যাংক-বীমার অফিস শুরু ও ছুটির সময় রাস্তাঘাটে যাত্রীর সংখ্যা বেড়ে যায়। দেখা দেয় পরিবহন সংকট। আর এ সুযোগ কাজে লাগায় একশ্রেণীর মাইক্রোবাস চালক ও


যাত্রীবেশী কিছু প্রতারক। বিশেষ করে সন্ধ্যার পর এসব প্রতারক আরও সক্রিয় হয়ে ওঠে। তারা বিভিন্ন জনবহুল এলাকায় এসে বিভিন্ন এলাকার নাম ধরে যাত্রীদের ডাকতে থাকে। স্বল্প সময় ও একটু আরামে যাওয়ার আশায় অনেকেই মাইক্রোবাসে ওঠেন। এদের মধ্যে আগে থেকেই যাত্রীবেশী অনেক প্রতারক থাকে যাদের মূল লক্ষ্য যাত্রীদের টাকা ও মোবাইল সেটসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেওয়া। কখনও বা নেশা জাতীয় কিছু দিয়ে অজ্ঞান করে ফেলে। আর হৈচৈ করলে মেরেও ফেলতে পারে। অনেক সময় কাজ শেষে অচেতন অবস্থায় রাতের আঁধারে নির্জন স্থানে ফেলে চলে যেতে পারে প্রতারকচক্র। এ রকম ঘটনা আমাদের রাজধানীতে প্রায়ই ঘটছে।
৬ মাস আগে নগরীর যাত্রাবাড়ী থেকে একটি মাইক্রোবাসে ওঠেন উত্তরার চাকরিজীবী মাসুম। একই রুটের আশপাশ এলাকার ৫ যাত্রীও ওঠেন ওই মাইক্রোবাসে। মাইক্রোবাসটি শনিরআখড়া এলাকা পার হলে ৩ জন ইশারা দেয়। চালক গাড়িটি থামালে ওই ৩ জন মাইক্রোবাসে ওঠে। গাড়িটি সাইনবোর্ড এলাকায় আসার আগেই নিরিবিলি স্থানে চলন্ত অবস্থায় যাত্রীবেশী ৩ যুবক অস্ত্রের মুখে যাত্রীদের টাকা, মোবাইলফোন সেটসহ সবকিছু নিয়ে যায়। তিনি বলেন, 'সবকিছু নিয়ে আমাদের ধাক্কা মেরে রাস্তায় নামিয়ে মাইক্রোবাসটি দ্রুত
চলে যায়।'
দৈনিক বাংলা মোড় থেকে রাত ১০টায় বাস না পেয়ে উত্তরাগামী একটি মাইক্রোবাসে ওঠেন এনজিও কর্মকর্তা হারুন। গাড়িতে আরও যাত্রী ছিল। তাদের পরনে ছিল টাই-কোট। হারুনকে বসতে দেয় প্রতারকদের দু'জনের মাঝে। খিলক্ষেত বিশ্বরোড মোড়ের আগেই সেনানিবাস এলাকার প্রধান সড়কে চলন্ত গাড়িতে হারুনের সর্বস্ব কেড়ে নিয়ে রাস্তায় তাকে ফেলে দেয় প্রতারকরা। এমন প্রতারণার শিকার বেশিরভাগই আইনের আশ্রয় নেন না বলে জানা যায়। এ ব্যাপারে পুলিশের সিনিয়র এক কর্মকর্তা জানান, কয়েক বছর আগে এমন ঘটনা কিছুটা বেশি ছিল। এখন অনেক কম। তবে অভিযোগ পেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। তিনি এ ধরনের অপরিচিত মাইক্রোবাস, প্রাইভেটকারে জনসাধারণকে যাত্রী হয়ে না ওঠার পরামর্শ দেন।
মোঃ জহির

No comments

Powered by Blogger.