বাকশাল না হলে ১৫ আগস্ট হতো না নিজামীর নয়া তত্ত্ব!

 সংবিধানের পঞ্চম সংশোধনীর পৰে সাফাই গাইতে এবার নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের আমির। এবার নিজামীর আবিষ্কৃত তত্ত্ব হলো_ বাকশাল না হলে ১৫ আগস্ট হতো না।
১৫ আগস্ট না হলে ৩ নবেম্বর আসত না। ৩ নবেম্বর না আসলে ৭ নবেম্বর আসত না। ৭ নবেম্বর না আসলে পঞ্চম সংশোধনী আসত না। আর পঞ্চম সংশোধনী যদি না হতো তাহলে জনগণ গণতন্ত্রের মুখ দেখত না। পত্রিকার জন্মই হতো না। দেশ থাকত অন্ধকারে। নিজামীর দাবি, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। সোমবার রাজধানীতে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে ২৫ জানুয়ারি উপলৰে আয়োজিত আলোচনাসভায় জামায়াতের আমির এ তত্ত্বই তুলে ধরলেন। কেবল তাই নয়, নিজামী বললেন, বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি, মূলত '৬০-এর দশকের সম্মিলিত গণতান্ত্রিক আন্দোলনের চূড়ানত্ম ফসল এই মাতৃভূমি। ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আব্দুল কাদের মোলস্না, এটিএম আজাহারম্নল ইসলাম, অধ্যাপক তাসনীম আলম, নুরম্নল ইসলাম বুলবুলসহ কেন্দ্রীয় ও মহানগর জামায়াতের নেতারা। নিজামী তাঁর বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত সেক্টর কমান্ডারস ফোরামের নেতাদের বিরম্নদ্ধে বিষোদগার করে বলেন, সেক্টর কমান্ডারস ফোরাম সরকারকে মিসগাইড করছে। আসলে এই ফোরামের নেতারাই আওয়ামী লীগের সুবিধা গ্রহণ করেছেন। এই সংগঠনের নেতারাই খন্দকার মোশতাকের বেনিফিসিয়ারি। নিজামী নিজেদের মুক্তিযুদ্ধের পৰে পরোৰভাবে অবদানকারী দল হিসেবে অভিহিত করে বলেন, '৬৯-এর সফল গণঅভু্যত্থানের পর ইয়াহিয়া খান মতা নিয়ে নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতে ইসলামী নির্বাচিত দলকে মতা দেয়ার জন্য শেষ মুহূর্ত পর্যনত্ম দাবি অব্যাহত রেখেছিল। সে সময় নির্বাচিত ব্যক্তির হাতে মতা দেয়া হলে, হয়ত ইতিহাস ভিন্ন হতো। জাতির জনককেও প্রশংসা করতে ভুল করেননি জামায়াতের আমির। বলেন, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের গণতান্ত্রিক আন্দোলনের মূল দাবি ছিল তৎকালীন পূর্ব পাকিসত্মানের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা। ধর্মীয় জিকির তুলে নিজামী বলেন, এখন পঞ্চম সংশোধনীতে হাত দিয়ে ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। বিসমিলস্নাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম রেখে বাকিগুলো উঠিয়ে দেয়া হবে। আলস্নাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা উঠিয়ে দেয়া হলে বিসমিলস্নাহ বলবে কে?

No comments

Powered by Blogger.