ঢাকায় জ্যোতি বসু স্মরণানুষ্ঠান, নাগরিক কমিটি গঠন

বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানকে আহ্বায়ক এবং রাশেদ খান মেনন এমপি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে যুগ্ম সমন্বয়ক করে ২০১ সদস্যবিশিষ্ট জ্যোতি বসু স্মরণে নাগরিক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দেশের প্রগতিশীল গণতান্ত্রিক বাম রাজনৈতিক দল, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিদের সভায় জ্যোতি বসুকে জাতির পৰ থেকে স্মরণ করতে এই কমিটি গঠন করা হয়। কামাল লোহানীর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,্ আমেনা আহমেদ এমপি, হাসানুল হক ইনু, মনজুরম্নল আহসান খান, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, মাহবুবুল আলম হানিফ, অজয় রায়, পংকজ ভট্টাচার্য, আনিসুর রহমান মলিস্নক, বিমল বিশ্বাস, ফজলে হোসেন বাদশা এমপি, মাইনউদ্দিন খান বাদল, এলজিআরডিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, হাজী আব্দুস সামাদ, হায়দার আকবর খান রনো, বিচারপতি গোলাম রাব্বানী, ঢাবি উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, ফয়েজ আহমদ, শেখ মুহাম্মদ শহীদুলস্নাহ, পান্না কায়সার, ডা. মাহমুদ হাসান, আবেদ খান, ফকির আলমগীর, ড. আবুল বারকাত, অধ্যাপক এমএম আকাশ, নাসিরম্নদ্দীন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস, হাসান আরিফ, লিয়াকত আলী লাকী, সৈয়দ হাসান ইমাম, আয়েশা খানম, পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শ্রেণী-পেশা প্রতিনিধি সমন্বয়ে ২০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সভায় বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে স্মরণসভার অনুষ্ঠানের সিদ্ধানত্ম নেয়া হয়।

No comments

Powered by Blogger.