জানা-অজানা

্য বিশ্বে চীনের ফুজিয়ানা প্রদেশের ওয়াং দেং নামক ব্যক্তির তিনটি চোখ আছে। ্য মার্কিন বিজ্ঞানী জন এলাট, তিনি নিজের শরীরে এমন বিষ ঢুকিয়েছে যে, তাকে ১৩০ বার সাপে কামড় দেয়ার পরও লোকটির জায়গায় সাপ মারা যেত।
্য ভারতের বোম্বাই শহরে অন্ধদের জন্য জাদুঘর আছে।
্য বিশ্ববিখ্যাত জাদুকর ‘পিসি সরকার’ একবার তাজমহল গায়েব করেছিল।
্য ম্যানসেটেরাস শহরের শ্রীমতী ক্যারোলিন ৩৮৫ দিন না খেয়ে বেঁচে আছেন।
্য পৃথিবীতে ফ্রান্সের সালেন্সে সুরমনি যুদ্ধে একদিনে দুই লাখ লোক মারা যায়।
্য আমাজানের রক্তচোষা বাদুড় রক্ত খেয়ে বেঁচে থাকে।
্য মুরগির মাংসে প্রোটিন সবচেয়ে বেশি।
্য জার্মানির ফ্রাংকফুট শহরে গাছপালার চিকিৎসার জন্য হাসপাতাল আছে।
্য আটলান্টিক মহাসাগরে অবস্থিত নিঝুম দ্বীপের লোকেরা শুধু বৃষ্টির পানি খেয়ে বেঁচে থাকে।
্য উত্তর রেডিসিয়ার নেটিভ বিজিয়া জঙ্গলে পাথরের গাছ আছে।
্য বার্মায় সবচেয়ে বেশি থাকে ‘পাগল’।
্য বাংলাদেশের রাঙ্গামাটিতে রিকশা নেই।
্য বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৬ কোটি।
্য জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের স্থান সপ্তম।
নুসরাত জাহান (মিম)
যাত্রাবাড়ী আইডিয়াল হাইস্কুল, শ্রেণী-৮ম



আজব জুতার দোকান

ব্যবসা-বাণিজ্যের জন্য প্রসিদ্ধ নগরী মধ্যপ্রাচ্যের দুবাইয়ে এবার তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জুতার দোকান। কয়েক হাজার মানুষ একই সঙ্গে কেনাকাটা করতে পারবে এ দোকানে। দুবাইয়ে অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ শপিং কমপেক্স দুবাই মলের সঙ্গে এই জুতার দোকানটি গড়ে তোলা হচ্ছে। এর মোট আয়তন ৯৬ হাজার বর্গফুট। এর নাম দেয়া হয়েছে লেভেল সু ডিস্ট্রিক্ট। একই সঙ্গে ১৫ হাজার জোড়া জুতা বিক্রয়ের জন্য রাখা হবে এই দোকানে। সব মিলিয়ে বিশ্বের নামী-দামী ২৫০টি ব্রান্ডের সর্বশেষ সংগ্রহ নিয়ে তৈরি হওয়া এ দোকানে ক্রেতারা কিনতে পারবেন তাদের পছন্দসই জুতা। সুপ্রতিষ্ঠিত চালহোব গ্রুপ এই দোকানের মালিক। গ্রুপটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট্রিক চালহোব বলেছেন, যারা জুতা ভালোবাসে, জুতার জন্য আগ্রহবোধ করে অথবা এক জোড়া ভাল জুতার জন্য আসক্ত তাদের জন্যই আমাদের এ আয়োজন। এর আগে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ছিল সর্ববৃহৎ জুতার দোকান।
আরিফ হাসান
গভ: ল্যাবরেটরি হাই স্কুল, ৯ম শ্রেণী

No comments

Powered by Blogger.