ওয়ানডে সিরিজ- এবার বলুন অস্ট্রেলিয়া ‘বি’ দল!

‘বি’ দল? ১৪তম ওয়ানডেতে দলকে নেতৃত্ব দিতে নামা জর্জ বেইলি যা করলেন; আগের তিনবার রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসনও তা করতে পারেননি—এমসিজিতে শ্রীলঙ্কাকে হারানো! ১৯৮৬ সালের পর প্রথম ওয়ানডেতে তিন অভিষিক্তকে নিয়ে নেমেছিল অস্ট্রেলিয়া (সেবার ছিল চারজন)। এঁদেরই একজন ফিলিপ হিউজ টেস্ট অভিষেকের প্রায় চার বছর পর ওয়ানডে খেলার সুযোগ পেয়েই সেঞ্চুরি করলেন।
অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি এটাই প্রথম। হিউজের সেঞ্চুরি, ‘বি-দল’ নিয়ে মিডিয়ার শোরগোলে সবচেয়ে বিরক্ত বেইলির অধিনায়কোচিত ৮৯, এর পর বল হাতে ক্লিন্ট ম্যাকাইয়ের ৪ উইকেটের সঙ্গে শ্রীলঙ্কার কাল হয়ে দাঁড়াল টানা তিনটি রানআউট। টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে, অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সাম্প্রতিক উজ্জ্বল ওয়ানডে রেকর্ডে আশার বসতি গড়ে নতুন শুরুর প্রতিজ্ঞা নেওয়া শ্রীলঙ্কা প্রথম ম্যাচেই হারল ১০৭ রানের বিশাল ব্যবধানে।
শুরু থেকে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ারই দাপট। টস জিতে ব্যাটিং নিয়ে ৩০৫ রানের বড় স্কোরের পর বোলিং-ফিল্ডিংয়েও দুর্দান্ত। তিন-তিনটা রানআউট তো আছেই, প্রায় এক বছর পর দলে ফেরা ব্র্যাড হাডিন এই ৩৫ বছর বয়সে উইকেটের পেছনে নিয়েছেন অবিশ্বাস্য ক্যাচ। তিনটি রানআউটের প্রথমটিতেই ভেঙেছে দিলশান ও চান্ডিমালের ৯৪ রানের জুটি। তৃতীয় উইকেটে এই জুটিটাই যা একটু দুশ্চিন্তায় ফেলেছিল বেইলিকে। দিলশানের বিদায়ের পর ৮৭ রানের মধ্যে শেষ ৮ উইকেট হারিয়ে বড় পরাজয়ই বরণ করে নিয়েছে শ্রীলঙ্কা। এই ধ্বংসযজ্ঞে একমাত্র প্রতিরোধ গড়েছিলেন যে চান্ডিমাল, তিনিও হাডিনের সেই দারুণ ক্যাচের শিকার হয়ে ফিরেছেন ৭৩ রান করে।
অস্ট্রেলিয়ার জন্য স্বপ্নের মতো দিনটার শুরু হয়েছিল দারুণ একটা ওপেনিং জুটি দিয়ে। হিউজ-ফিঞ্চ বুঝতেই দিচ্ছিলেন না, এটা তাঁদের প্রথম ওয়ানডে। ৫৩ রানে উদ্বোধনী জুটি ভাঙলে হিউজ লঙ্কান বোলারদের স্বস্তি কেড়ে নেন। এই বাঁহাতির ইনিংসটিতে এখনকার মারকাটারি ক্রিকেটের চেয়ে ক্লাসিক যুগের ছোঁয়াই ছিল বেশি। ১২৯ বলে ১১২ রানের ইনিংসটিতে ১৪টি চার। বেইলিও খেলেছেন দুর্দান্ত। ৭৯ বলে ৮৯ রানের ইনিংস, হিউজের সঙ্গে গড়েছেন ১৪০ রানের জুটি, এমসিজিতে যেটি তৃতীয় উইকেটে রেকর্ড। অস্ট্রেলিয়ার তিন শ পেরোনোয় বড় ভূমিকা অবশ্য ডেভিড হাসির ৩৪ বলে খেলা ৬০ রানের ইনিংসটির। শেষ ১০ ওভারে উঠেছে ৮৯ রান, অজন্তা মেন্ডিসের শেষ ওভারে ২১। বিগ ব্যাশে দুর্দান্ত বোলিং করা মালিঙ্গা ১০ ওভারে ৬১ রান দিয়ে পেয়েছেন মাত্র একটি উইকেট।
বেইলির ‘বি-দল’ কাল অ্যাডিলেডেও এ রকম পারফরম্যান্স দেখাতে পারলে অস্ট্রেলিয়ান নির্বাচকেরা ভালো সমস্যাতেই পড়বেন! ওয়েবসাইট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩০৫/৫ (ফিঞ্চ ১৬, হিউজ ১১২, খাজা ৩, বেইলি ৮৯, হাসি ৬০*, ম্যাক্সওয়েল ৫, হাডিন ১০*; কুলাসেকারা ১/৫৩, মালিঙ্গা ১/৬১, ম্যাথুস ১/৪৬, অজন্তা ১/৬২, দিলশান ০/১৭, পেরেরা ০/২৮, জীবন ০/৩৩)। শ্রীলঙ্কা: ৪০ ওভারে ১৯৮ (থারাঙ্গা ১, দিলশান ৫১, জয়াবর্ধনে ৫, চান্ডিমাল ৭৩, ম্যাথুস ১২, থিরিমান্নে ০, জীবন ২০, পেরেরা ৪, কুলাসেকারা ১৮, মালিঙ্গা ১*, অজন্তা ০; স্টার্ক ১/২৫, ম্যাকাই ৪/৩৩, জনসন ২/৪৩, ডোহার্টি ০/৪১, ম্যাক্সওয়েল ০/২৮, হাসি ০/২৪)। ফল: অস্ট্রেলিয়া ১০৭ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ফিলিপ হিউজ

No comments

Powered by Blogger.