কবিতা


বিল্লি বাবু মুস্তাফা মাসুদ
পুষি ক্যাটের দুষ্টু ছেলে এত্তটুকুন বিল্লি
বাব্ইু পাখির পিঠে চড়ে ঘুরতে যাবে দিল্লি।
কিন্তু বাবুই বড্ড বাবু, অত্ত দূরে যাবে না,
অন্য দেশের দানাপানি কখ্খনো সে খাবে না।
মনের দুঃখে তাইতো বাবু উঠবে কেঁদে যখনি,
লাল-নীল এক মজার গাড়ি সামনে এল তখনি।
সেই গাড়িতে উঠেই যখন সুইচ টেপে র্জোসে,
আকাশ-পানে ছুটল গাড়ি লক্ষ মাইল র্ফোসে।


শীতকাল
মঞ্জুর রহমান বাবু

শীতের সকাল রোদের আকাল
কুয়াশা ঘেরা সময়,
আকাশ তীরে একলা নীড়ে
সূর্য মামা ঘুমায়।
শীতের দুপুর রোদের পুকুর
হলুদ রঙের চুমায়,
এক সমুদ্দুর কাঁচা রোদ্দুর
মানুষ শীতে ঝিমায়।
শীতের রাত ঝরে হিমপাত
দিনরাত-অসহায়,
শরীর জুড়ে কাঁথা মুড়ে
তবু শীত না যায়।
শীতকাল জ্বালাত মশাল
মুছতে আঁধার কালো,
নতুন দিনে পুবের কোনে
উঠবে ভোরের আলো।


শীত পড়েছে
জসীম আল ফাহিম
শীত পড়েছে শীত পড়েছে
শীত পড়েছে খুব
শ্বেত কুয়াশা নামছে ঝেঁকে
প্রকৃতিও চুপ
পাতা বেয়ে শিশির কণা
ঝরছে রে টুপটুপ

ঝিরিঝিরি হিমেল হাওয়া
ঘন আঁধার রাত
শীতের ছোঁয়ায় ঠা-া দু’কান
জমে বরফ হাত
এমন রাতে ঠকঠকাঠক
কাঁপছে মুখের দাঁত।

গহীন বনে কাঁদছে শিয়াল
শীত লেগেছে তাই
জীর্ণ-জরা মানুষগুলোর
দুই চোখে ঘুম নাই
এমন শীতে বেঁচে থাকাই
দায় হলো যে ভাই।


যায় জুড়িয়ে আঁখি
মানিক চক্রবর্তী

পাড়া গাঁয়ে
শীতের আমেজ
পিঠে খাওয়ার ধুম,
রাত্রি জেগে
জারি সারি
নাই চোখে নাই ঘুম।
শিশির ধোয়া
ঘাসে ঘাসে
নতুন ফুলের বাহার,
ধান শালিকের
কিচির মিচির
মনের সুখে আহার।
শর্ষে ফুলে
হলুদ রঙে
মাঠে মাখা মাখি
শীতের সকাল
রোদের খেলা
যায় জুড়িয়ে আঁখি

No comments

Powered by Blogger.