আগামীর বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) মাধ্যমে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। বিশ্ব এখন বাংলাদেশকে নতুনভাবে এসএমইর মাধ্যমে জানতে পারছে। এখন সময় এসেছে বাংলাদেশের এসএমই খাতের সবাইকে এক জায়গায় এসে দেশকে বিশ্বের কাছে তুলে ধরা।
গত বৃহস্পতিবার ‘ই-কমার্স সপ্তাহ-২০১৩’-এর অংশ হিসেবে ঢাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে ‘অনলাইন বিজনেস প্রসপেক্টাস ফর এসএমই এন্ট্রাপ্রেনিউরস’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বেসিস ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে চলতে থাকা ই-কমার্স সপ্তাহের ষষ্ঠ দিনে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার বজলুল হক বলেন, ‘তরুণদের হাত ধরে এসএমই খাত এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির উন্নয়ন ও মানুষের সক্ষমতা একসঙ্গে বেড়েছে, যার ফলে অগ্রগতি হচ্ছে। আগামীর বাংলাদেশ হবে তরুণ উদ্যোক্তাদের।’
গোলটেবিলে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক সুকমল সিনহা চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন ব্যুরোর উপসমন্বয়ক হামিদুর রহমান খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্রনাথ বিশ্বাস, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম সবুর খান, বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, রায়ানস আইটি লিমিটেডের প্রধান আহমেদ হাসান, আমার দেশ আমার গ্রামের ব্যবস্থাপনা পরিচালক সাদেকা রহমানসহ অনেকে।
বৈঠক সঞ্চালনা করেন ই-সপ্তাহ ২০১৩-এর আহ্বায়ক শামীম আহসান। মূল বিষয় উপস্থাপনা করেন গুগল বিজনেস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক নাশিদ ইসলাম।
ই-কমার্স সপ্তাহের অন্যান্য আয়োজনের মধ্যে আজ বেলা ১১টায় দি ডেইলি স্টার মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ই-কমার্স ইন বাংলাদেশ: হাউ রেডি উই আর’ শীর্ষক গোলটেবিল বৈঠক। এ ছাড়া বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত হবে ই-কমার্স প্রদর্শনী এবং বিকেলে রবীন্দ্রসরোবরে রয়েছে বিশেষ ই-কমার্স কনসার্ট। —নুরুন্নবী চৌধুরী

No comments

Powered by Blogger.