প্রস্তুতিতেই বেরিয়ে এলো দুর্বলতা

গের ম্যাচে ২২টা ওয়াইড হয়েছিল, গতকাল মাত্র ৪টা। অবশ্যই উন্নতি। আগের ম্যাচে বাংলাদেশের চৌকস ওপেনার সাথিরা জাকির জেসি করেছিলেন ১ রান, গতকাল করেছেন ০। অবনতি! আগের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের মেয়েরা করেছিলেন ১২৯, গতকাল একই প্রতিপক্ষের সামনে করেছেন ১৩১। ২ রান বেশি করার উন্নতি! আগের ম্যাচে হেরেছিল ৬৪ রানে, গতকাল হেরেছে ৬ উইকেটে। কী বলা যায়_ উন্নতি না অবনতি? টেলিফোনে উত্তর দিতে গিয়ে কিছুক্ষণ সময় নিয়েছিলেন বাংলাদেশ মহিলা দলের কোচ মমতা মাবেন।


'এভাবে এক কথায় উত্তর দেওয়া যায় না। তবে এটা বলতে পারি, প্রথম ম্যাচের চেয়ে কিছুটা হলেও উন্নতি করেছে মেয়েরা শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। এদিন আমাদের মেয়েরা বোলিং করতে গিয়ে অতিরিক্ত রান কম দিয়েছে। তবে ব্যাটিংটা আমাদের ভালো হচ্ছে না। কিছুতেই দেড়শ' পার হচ্ছে না। একদিনের ম্যাচে প্রতিপক্ষের সামনে দেড়শ' রানের বেশি টার্গেট দিতে না পারলে সমস্যা।' গলার সুরে হতাশা মিশে ছিল মমতা মাবেনের। আসলে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলে পারফরমার বলতে হাতেগোনা দু'একজন। যাদের একজন অধিনায়ক সালমা খাতুন, যিনি শ্রীলংকার বিপক্ষে মিরপুরে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩৪ রান করে অপরাজিত ছিলেন, গতকাল বিকেএসপিতে তিনি করেছেন ১৭ রান। আরেক পারফরমার শুকতারা রহমান এদিন ১৪ করলেও আগের ম্যাচে করেছিলেন ১১ রান। 'সালমা এবং শুকতারার পারফরম্যান্সের ওপর অনেকটাই নির্ভরশীল আমাদের দল।' কোচ মমতা মাবেনের এ কথাতেই পরিষ্কার, দলের বাকিদের অবস্থা কতটা শোচনীয়।
এদিন বিকেএসপিতে টস জিতে বাংলাদেশি মেয়েদের ব্যাটিং করতে পাঠায় লংকানরা। দিনের প্রথম বলেই বোল্ড হয়ে যান চৌকস ওপেনার সাথিরা জাকির জেসি। জাতীয় দলের হয়ে শেষ ১০টি ম্যাচে এই ওপেনারের সংগ্রহ ৫৩। সর্বোচ্চ ১৮ রান করেছিলেন তিনি গতমাসে শ্রীলংকার বিপক্ষে ডাম্বুলায়। এদিন আরেক ওপেনার আয়েশা আকতার ৩১ বলে ১৫ রানের বেশি করতে পারেননি। গত ১০ ম্যাচে ২০০৯ সালে বগুড়ায় তিনি সর্বোচ্চ ৩৩ রান করেছিলেন। গতকাল ২৮ রানের মধ্যে দুই ওপেনার ফিরে গেলে ওয়ানডাউন ব্যাটসম্যান রুমানা ১৫ রান করেছিলেন ৬২ বলের মোকাবেলা করে। এরপর ফারজানা হক দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেছিলেন। ৮৩ বলে এক বাউন্ডারি হাঁকিয়ে তিনি এ রান করেন। ইনিংসের ৪৩ ওভারে এসে বাংলাদেশ শতরান স্পর্শ করে। আগের ম্যাচে লোয়ার অর্ডার থেকে ৫৪ রান এসেছিল, গতকাল সেখানে ১ রানের মধ্যে শেষ ৩ উইকেট পড়ে যায় বাংলাদেশের। ১২৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশি মেয়েদের হারাতে এরপর ২৮.১ ওভার সময় নিয়েছিল লংকান মেয়েরা।
ওপেনিং জুটিতেই তারা ৬৩ রান সংগ্রহ করে। অধিনায়ক সালমা খাতুন বল হাতে লংকান ওপেনার জয়োনগানিকে রির্টান ক্যাচে আউট করেন। দলের মূল বোলার পান্না ঘোষ এদিন ৫ ওভারে ১১ রান দিলেও কোনো উইকেটের দখল নিতে পারেননি। তবে রুমানা আহমেদ শেষ পর্যন্ত ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। অধিনায়ক সালমা মনে করেন, অল্প পুঁজির কারণেই তার বোলাররা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারছেন না। অর্থাৎ সমস্যাটা ছেলেদের ক্রিকেটের মতোই টপ অর্ডার ব্যাটিংয়ে। মিরপুরে প্রথম প্রস্তুতি ম্যাচে ৪৪ রানে ৪ উইকেট পড়েছিল বাংলাদেশের, গতকাল ৭৬ রানে চার উইকেট খুইয়েছে তারা। 'আমরা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে শিশু। ধীরে ধীরে এগোচ্ছি আমরা। এটা বলব না, আমরা পারি না। আমরা উন্নতি করছি।' কয়েকদিন আগেই নিজের দল সম্পর্কে এমনটি বলেছিলেন মমতা মাবেন। বিশ্বকাপ বাছাইয়ে উতরে যাওয়াটা যে বেশ কঠিন, তা বুঝিয়ে দিয়েছেন মমতা। তার পরও পাকিস্তান, জাপান, ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের মধ্যে যে কোনো দুটি দলকে হারানোর স্বপ্ন দেখছেন কোচ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১২৯/৮ (৫০ ওভার) (জেসি ০, আয়শা ১৫, রুমানা ১৫, ফারজানা ৩৪, সালমা ১৭, শুকতারা ১৯, পান্না ১৪, চামেলী ৪*, জাহানারা ০, ইয়াসমিন ৫*; অ্যালিস ৩/২২, শ্রীবর্ধনে ২/২৫)।
শ্রীলংকা ১৩৩/৪ (২৮.১ ওভার) (ভিরাকোদি ৩৮, জায়ানগনি ২২, কৌশাল্য ৪০* ; সালমা ১/২৮, রুমানা ২/২৩)। ফল : শ্রীলংকা ৬ উইকেটে জয়ী।

No comments

Powered by Blogger.