ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হয়েছে। রাজধানীর দক্ষিণের প্রধান সড়কটিতেও পানি উঠতে শুরু করেছে। সড়কটি বন্যার পানিতে ডুবে গেলে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর স্থলযোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশটির সেচ বিভাগ জানিয়েছে, ব্যাংককের পানি নেমে যেতে আরও অন্তত ১০ দিন লাগতে পারে।


বন্যার কারণে শিল্প-কারখানাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার কোম্পানিগুলোর ক্ষতি পুষিয়ে দিতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। ট্যাক্স মওকুফসহ ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়া হবে বলে দেশটির পুঁজি বিনিয়োগ বোর্ড জানিয়েছে। এদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা বন্যানিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে তার পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ক্ষমতায় থেকে বন্যানিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি ঘোষণা করেছেন। ইংলাক বলেছেন, সর্বোচ্চ সামর্থ্যকে কাজে লাগিয়ে কাজ করে যেতেই জনগণ আমাকে ভোট দিয়েছে। গত জুলাই থেকে থাইল্যান্ডে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ৫৩৩ জন নিহত হয়েছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছেন। ব্যাংককের আশপাশের এলাকা প্লাবিত হলেও রাজধানীর কেন্দ্রস্থল এখনও নিরাপদ রয়েছে।

No comments

Powered by Blogger.