বিড়ম্বনার ম্যাচে ব্রাজিলের জয়

ফ্লাড লাইট বিড়ম্বনায় ২০ মিনিটের অপেক্ষার পর শুরু ম্যাচ। ৯০ মিনিটের দ্বৈরথে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ০-২ গোলে হেরেছে স্বাগতিক গ্যাবন। দুটি বিষয়কে ছাপিয়ে ম্যাচের আলোচ্য বিষয় হয়ে উঠেছিল মাঠের করুণ চিত্র। সে কারণে জয়-পরাজয়ের চেয়ে ব্রাজিল কোচ মানো মেনেজেসের কাছে হয়তো খেলোয়াড়দের অক্ষত থাকার বিষয়টিই বেশি স্বস্তির!ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর মেনেজেসের প্রথম আফ্রিকা সফরকে সার্থক করেছেন সান্দ্রো ও হেরনানেস। টটেনহ্যাম মিডফিল্ডার ম্যাচের ১২ মিনিটে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন ইতালিয়ান ক্লাব ল্যাজিওর মিডফিল্ডার হেরনানেস।


২০১২ সালের আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল হবে গেবনের রাজধানী লিব্রেভিলের প্রাণকেন্দ্রের আইয়ামি স্টেডিয়ামে। গিনির সঙ্গে সহ-আয়োজক দেশটির এ ভেন্যু সংস্কারের পর এটিই ছিল প্রথম ম্যাচ। মাঠের রুগ্ণ দশার সঙ্গে যুক্ত হয়েছিল আফ্রিকানদের শরীরনির্ভর আক্রমণাত্মক কৌশল। দুয়ের যোগফলে ইনজুরি শঙ্কা ভালোমতোই পেয়ে বসেছিল অতিথিদের। শেষ পর্যন্ত অবশ্য খেলোয়াড়রা অক্ষতই ছিলেন।
ম্যাচের অধিকাংশ সময় কতৃত্ব ছিল ব্রাজিলের, বিশেষ করে প্রথমার্ধে। স্বাগতিকরাও ছেড়ে কথা বলেনি। দলের সবচেয়ে বড় তারকা ড্যানিয়েল কাজিন ও আউবায়েমাং ব্রাজিল রক্ষণদুর্গে অনেকবার ভীতি ছড়িয়েছেন। গোলমুখে কয়েকবার হানা দিয়েও গোলের বন্ধ্যাত্ব ঘোচাতে পারেনি স্বাগতিকরা। ২০১৪ সালের বিশ্বকাপ আয়োজক ব্রাজিলকে এবার বাছাইপর্ব খেলতে হচ্ছে না। ক্লাব ফুটবলের ব্যস্ততার ফাঁকে পাওয়া সময়গুলোতে প্রীতি ম্যাচ খেলছে সাম্বার দেশ। তাদের পরবর্তী ম্যাচ আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরের সঙ্গে।

No comments

Powered by Blogger.