এবার বিশ্রামে যাচ্ছেন ধোনি

হেন্দ্র সিং ধোনি কি কখনও ক্লান্ত হন না? দিনের পর দিন ব্যাট চালিয়ে যাচ্ছেন, উইকেটের পেছনে দাঁড়িয়ে গ্লাভস হাতে কিপিং করছেন, ওদিকে দল চালাতে গিয়ে প্রচুর বুদ্ধি-বিবেচনাও খরচ করতে হচ্ছে। মাঠে খেলা না থাকলে নেটে প্র্যাকটিস, ঘাম ঝরানো অনুশীলন। একনাগাড়ে এতসব কাজ চালিয়ে যাওয়া তো সহজ কাজ নয়। কিন্তু ধোনি তা অবলীলায় করে যাাচ্ছেন। তার যেন ক্লান্তি নেই, বিশ্রামের প্রয়োজন নেই।ভারতের দলনেতার বিশ্রাম নেয়া নিয়ে কম আলোচনা হয়নি। দেশের সাবেক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা সবাই চাইছিলেন, ধোনি যেন বিশ্রাম নেন।


সৌরভ গাঙ্গুলি অনেকদিন ধরেই বলে এসেছেন, ধোনির এবার বিশ্রাম প্রয়োজন। ধোনি নিজে কিন্তু এসব কথার কোনো জবাব দিননি। এমন কি তিনি বিশ্রাম নিতে চান কিনা, তা নিয়েও কখনও মুখ খোলেননি। তবে বুধবার সকাল থেকে চিত্রটা বদলাতে থাকে। শ্রীকান্ত আর মহিন্দর অমরনাথরা এ বিষয়ে কথা বলেন তার সঙ্গে। বিশ্বকাপের পর থেকে টানা নয় মাস খেলে চলেছেন ধোনি। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফর ছাড়াও ইংল্যান্ড সফরও হয়ে গেছে। ভারতের সিনিয়র ক্রিকেটাররা অনেকেই চোটের কারণে ছিটকে গেছেন। শচীন, শেবাগ, যুবরাজ, গম্ভীর, জহির খান, ঈশান্ত, মুনাফ—সকলেই কমবেশি চোটে পড়েছেন। ব্যতিক্রম কেবল ধোনিই। ধোনি এ ব্যাপারে বলেছেন, ‘চোট এড়িয়ে যতদিন খেলতে পারি, ততদিনই ভালো।’ কিন্তু সামনের মাসেই ভারতের কঠিন সফর অস্ট্র্রেলিয়ায়। সেই সিরিজের দিকে গোটা দেশ তাকিয়ে। কেননা ইংল্যান্ড সফর বিপর্যয়ের পরে মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়াতেই ধোনিদের আসল পরীক্ষা। সে কারণেই বোর্ডকর্তা থেকে শুরু করে নির্বাচকরা চাইছেন, ধোনি চলতি টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে বিশ্রাম নিন। ইডেনে সোমবার থেকে শুরু হওয়া ম্যাচে ধোনি খেললেও মুম্বাই টেস্টে নাও খেলতে পারেন। দল নির্বাচনী বৈঠকে এ নিয়ে কথা হয়েছে।

No comments

Powered by Blogger.