রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৭

রূপগঞ্জের ব্রাহ্মণখালী এলাকার হাবিব নগরে গতকাল শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রূপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুতে পিতলগঞ্জ এলাকার বখাটে রনি ও তার মামাতো ভাই কাঞ্চন এলাকার সজিবকে নিয়ে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় সামনে থাকা সিএনজি ওভারটেক করার সময় সামান্য ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী রনি ও সজিব ক্ষিপ্ত হয়ে সিএনজিচালক সুমনকে (২২) বেধড়ক মারধর করে।


তাঁকে বাঁচাতে সিএনজি স্ট্যান্ডের লাইনম্যান সেরাজল এগিয়ে এলে তাঁকেও বেধড়ক মারধর করে তারা। এ সময় স্থানীয় ইউপি সদস্য সালাউদ্দিন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার সময় বখাটে রনি মোবাইল ফোনের মাধ্যমে তার মামাতো ভাই শ্যামল ও আপন ভাই পিতলগঞ্জ এলাকার সেকান্দর হত্যা মামলার অন্যতম আসামি রুবেল লোকজন জড়ো করে আবার তাঁদের ওপর হামলা করে। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে কে বা কারা তাঁর মাথায় আঘাত করে মারত্মকভাবে আহত করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হলে উভয় পক্ষের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের শ্রী রবি রায়, শ্যামল, সজিব, নান্নু, মজিদ, নাঈম হোসেন, সহিদ মিয়া, রনিসহ কমপক্ষে ১৭ জন আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মজিবর রহমান বলেন, 'এ ধরনের ঘটনা শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি।'

No comments

Powered by Blogger.