চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রী-উন্নয়ন অব্যাহত রাখতে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহবান

দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, 'চট্টগ্রাম দেশের খুবই গুরুত্বপূর্ণ নগরী। প্রধানমন্ত্রী নিজেই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে অত্যন্ত গুরুত্ব দেন। এ কারণে চট্টগ্রামের উন্নয়নের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার থেকে ছয় লেনে রূপান্তর করা হচ্ছে। রেললাইনকে ডাবল, ফ্লাইওভার নির্মাণ, কর্ণফুলীর তলদেশে টানেল ও গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।'


বিদ্যুৎ সমস্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'চট্টগ্রামে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানোর পথে বড় বাধা বিদ্যুৎ সংকট। এ সংকট সমাধানে সরকার পরমাণু বিদ্যুৎ, নতুন গ্যাসক্ষেত্র খনন, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে।'
ব্যবসায়ীদের উদ্দেশে ফারুক খান বলেন, ব্যবসায়ীরা দেশের উন্নয়নের অংশীদার ও সংযোগসাধনকারী। এবার দুই ঈদে ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে ছিল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফ, নুরুল ইসলাম বিএসসি, মাহজাবীন মোরশেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আনোয়ারুল আজিম আরিফ, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ, সিডিএ চেয়াম্যান এম এ ছালাম, চেম্বার সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম প্রমুখ।

No comments

Powered by Blogger.