মন্দার কারণে বাতিল মুদ্রাও...

নয় বছর আগে স্পেনের মুদ্রা ছিল পেসেতা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত হওয়ায় ২০০২ সালে দেশটিতে চালু হয় ইউরো। তবে শক্তিশালী ইউরো স্পেনের অর্থনীতিকে যে মজবুত করতে পারেনি তার প্রমাণ মিলছে। সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় মুগারদোস শহরে ইউরোর পাশাপাশি পেসেতাও চালু করেছে কর্তৃপক্ষ। এতে রাতারাতি স্থানীয় বাজারে চাঙা ভাবও লক্ষ করা যাচ্ছে।
মুগারদোস শহরের বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠানে এখন ইউরোর পাশাপাশি পেসেতার মাধ্যমেও সব ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে। নগর কর্তৃপক্ষ বলেছে, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পথ হিসেবে তারা আবার পেসেতা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এখন দেশটির বিভিন্ন স্থান থেকে লোকজন পেসেতা ভাঙানোর জন্য মুগারদোস শহরে ছুটে আসছেন।
প্রথম দিকে পেসেতা গ্রহণে সংশয়ে ছিলেন ব্যবসায়ীরা। তবে তাঁরা এখন বলছেন, কর্তৃপক্ষের এই উদ্যোগে সুফল মিলছে।

No comments

Powered by Blogger.