মোশাররফকে গ্রেপ্তারে পুলিশকে দুই সপ্তাহ সময় দিলেন আদালত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের জন্য পুলিশকে আরও দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। গতকাল শনিবার পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত এই সময় দেন।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন। এ সময় পারভেজ মোশাররফ ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট। বর্তমানে তিনি লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন। তাঁর একজন মুখপাত্র জানিয়েছেন, পারভেজ মোশাররফ এ পর্যন্ত পাকিস্তানের কোনো আদালতেই কোনো শুনানিতে অংশ নেননি।
বিচারক রানা নিসার আহমেদ গত ১২ ফেব্রুয়ারি প্রথম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর এক সপ্তাহ পর এটি আবার জারি করা হলো।
সরকারপক্ষের আইনজীবী মালিক মোহাম্মদ রফিক জানিয়েছেন, আদালতের নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশ বিচারকের কাছে এক মাস সময় চেয়েছিল। কিন্তু বিচারক মাত্র দুই সপ্তাহ মঞ্জুর করেন। রফিক আরও জানান, শুনানির সময় গ্রেপ্তারি পরোয়ানা পারভেজ মোশারফের লন্ডনের বাসভবনে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা কামনা করে পুলিশ। এ শুনানি অনুষ্ঠিত হয় রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের একটি বিচারকক্ষে।

No comments

Powered by Blogger.