চে গুয়েভারার বন্ধু গ্রানাদো আর নেই

বিপ্লবী নেতা চে গুয়েভারার ঘনিষ্ঠ বন্ধু ও সহচর কমরেড আলবার্তো গ্রানাদো (৮৮) আর নেই। গত শনিবার কিউবার রাজধানী হাভানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গ্রানাদোর দেহভস্ম কিউবা, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলায় ছড়িয়ে দেওয়া হবে বলে কিউবার টেলিভিশনের খবরে বলা হয়েছে।
লেখক, চিকিৎসক ও বিজ্ঞানী গ্রানাদোর জন্ম আর্জেন্টিনায়। এসব ছাপিয়ে তাঁর বড় পরিচয় তিনি গুয়েভারার বন্ধু; তাঁরা মোটরসাইকেলে সফর করেছেন দক্ষিণ আমেরিকা। ১৯৫১ সালের ২৯ ডিসেম্বর থেকে ১৯৫২ সালের জুলাই পর্যন্ত দক্ষিণ আমেরিকা সফরকালে দারিদ্র্যের দুষ্ট চক্র কীভাবে একেকটি রাষ্ট্রকে জর্জরিত করে রাখে, তা প্রত্যক্ষ করেন গুয়েভারা ও গ্রানাদো। ওই সফর নিয়ে তাঁর লেখা জনপ্রিয় বই ট্রাভেলিং উইথ চে গুয়েভারা: দ্য মেকিং অব আ রেভলুশনারি।
গ্রানাদোর ওই জনপ্রিয় বই অবলম্বনে ২০০৪ সালে নির্মিত হয় দ্য মোটরসাইকেল ডায়েরিজ নামে চলচ্চিত্র। ওই ছবিতে রদ্রিগো ডি লা সেরমা নামে গ্রানাদোকে এবং গায়েল গার্সিয়া বেরনাল নামে গুয়েভারাকে উপস্থাপন করা হয়।

No comments

Powered by Blogger.