লিবিয়ার সঙ্গে কাশ্মীরের ঘটনার মিল আছে

লিবিয়ায় বিক্ষোভ দমনে সাধারণ জনগণের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ এবং ব্যাপক দমন-পীড়নকে কাশ্মীরের ঘটনার সঙ্গে তুলনা করেছেন দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্দেশে তিনি এ কথা বলেন।
গত ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে লিবিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে লিবিয়ার পরিস্থিতি নিয়ে তাঁর নেওয়া পদক্ষেপকে সমর্থন দেওয়ার জন্য মনমোহন সিংকে অনুরোধ জানান গাদ্দাফি। লিবিয়ায় অবস্থিত জাতিসংঘের দূতসহ আফ্রিকা ও ইউরোপের দেশগুলো যখন আন্তর্জাতিক অপরাধ আদালতে গাদ্দাফির বিচারের পক্ষে অবস্থান নেয়, তখন গাদ্দাফি ভারতকে এ অনুরোধ জানান।

No comments

Powered by Blogger.