সাঙ্গাকারার মুম্বাই-বিস্ময়

শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা বিস্মিত। তাঁর বিস্ময়ের কারণ একটাই—শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচটি খেলতে হবে মুম্বাইতে গিয়ে। ‘নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মুম্বাইতে গিয়ে খেলতে হবে শুনে আমরা খুব আশ্চর্য হয়েছি। আমি তো মনে করেছিলাম স্বাগতিকেরা গ্রুপ ম্যাচগুলো নিজেদের মাঠেই খেলবে’—বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক। এএফপি।
তিন দেশের বিশ্বকাপে বাংলাদেশ তাদের সব গ্রুপ ম্যাচ খেলছে নিজেদের মাঠে। তবে আরেক স্বাগতিক ভারতকেও খেলতে হয়েছে বাংলাদেশের মাঠ ঢাকায়। সাঙ্গাকারার প্রশ্ন, শ্রীলঙ্কা কেন দেশের বাইরে গিয়ে খেলবে? বিস্ময়ের সঙ্গে সাঙ্গাকারার একটু ক্ষোভও আছে—মুম্বাই গিয়ে খেললে নিজেদের মাঠের সুবিধাটা যে পাবেন না তাঁরা। এতে শ্রীলঙ্কার দর্শকও একটা ম্যাচ দেখার আনন্দ থেকে বঞ্চিত হবে।
তবে যা হওয়ার হয়েছে, এখন তো আর কিছু করার নেই। তাই নিজেদের আসল কাজে মনোযোগ দেওয়ার জন্য সতীর্থদের আহ্বান জানিয়েছেন সাঙ্গাকারা, ‘নিউজিল্যান্ডের সঙ্গে কোথায় খেলব, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এখন আর এটা পরিবর্তনও করা যাবে না। আমাদের নিজেদের কাজটা করে যেতে হবে।’

No comments

Powered by Blogger.