এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অনশন

কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশের বাধায় কর্মসূচী করতে ব্যর্থ হয়ে সোহ্্রাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে এমপিওভুক্তির দাবিতে অনশন শুরু করেছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।
আন্দোলনের পঞ্চম দিনে শুক্রবার সকালে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কয়েক শ’ সদস্য শহীদ মিনারের পাদদেশে অনশনে বসতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর দুপুরে তাঁরা সোহ্রাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে জড়ো হয়ে কর্মসূচী শুরু করেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে শহীদ মিনারের বেদিতে অবস্থান করায় তাঁদের সরিয়ে দেয়া হয়েছে। আন্দোলনকারী শিক্ষক নেতারা বলেছেন, তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। অনুমতি পেলেই তারা শহীদ মিনারে কর্মসূচী শুরু করবেন। গত পাঁচ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষকরা। দু’দিন পুলিশের সঙ্গে তাঁদের সংঘাতও হয়েছে। শুক্রবার দুপুরে ১২টার পর থেকে শিক্ষকরা সোহ্্রাওয়ার্দী উদ্যানে অবস্থান নেন। সংগঠনের সভাপতি এশারত আলী জানান, সকালে শহীদ মিনারে পুলিশী বাধার কারণে শহীদ মিনারে অবস্থান না করে সোহ্্রাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছি। তবে প্রশাসন থেকে চাপ দেয়া হচ্ছে এখান থেকে সরে যাওয়ার জন্য। শহীদ মিনারে কর্মসূচী পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ বরাবরে আবেদন করেছি আমরা। আশা করছি আজকের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পাওয়া যাবে। অনুমতি পেলে শহীদ মিনারে আমরা কর্মসূচী পালন করব।

No comments

Powered by Blogger.