ন্যাটো’র গোপন রিপোর্ট: তালেবানকে সহায়তা করছে পাকিস্তান

মানবজমিন ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি তালেবানদের সহায়তার অভিযোগ এনেছে ন্যাটো। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবান নেতাদের সঙ্গে গোপন সম্পর্ক রাখছে বলে দাবি করা হয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ ঊর্ধ্বতন তালেবান নেতাদের অবস্থান সম্পর্কে জানে বলেও ন্যাটোর ফাঁস হওয়া একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ৪ হাজারেরও বেশি তালেবান যোদ্ধা, জঙ্গি সংগঠন আল কায়েদার সদস্য, বিদেশী যোদ্ধা ও বেসামরিক মানুষের সাক্ষাৎকার নেয়া হয়েছে। ২৭ হাজারেরও বেশি প্রশ্নের উত্তরের ভিত্তিতে এ রিপোর্ট প্রস্তুত করেছে ন্যাটো। বহুদিন ধরে তালেবানের সঙ্গে পাকিস্তানের যোগসূত্র রয়েছে বলে অভিযোগ আনা হলেও পাকিস্তান বরাবরই এর তীব্র বিরোধিতা করেছে। এদিকে এসব জঙ্গি গোষ্ঠী পরিচালিত হামলাগুলো সম্পর্কে পাকিস্তান আগে থেকেই জানে বলে অভিযোগ এনেছে ন্যাটো। এদিকে তালেবানরা আফগান জনগণের কাছ থেকে বিপুল সমর্থন পাচ্ছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র ক্যাপ্টেন জন কিরবি বলেছেন, রিপোর্টটি এখনও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হাতে আসেনি। তিনি বলেন, আমরা বহু আগে থেকেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র সঙ্গে কয়েকটি চরমপন্থি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে বলে উদ্বিগ্ন ছিলাম। তবে তালেবানকে সহায়তা দেয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

No comments

Powered by Blogger.