‘ভালবাসার রংধনু’ নিয়ে নাবিল আশরাফ

স্টাফ রিপোর্টার: বিজ্ঞাপনচিত্র নির্মাতা সৈয়দ নাবিল আশরাফ এবার ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মাণ করছেন নিজের প্রথম চলচ্চিত্র ‘ভালবাসার রংধনু’। এ চলচ্চিত্রের প্রধান ৩টি চরিত্রে অভিনয় করছেন- এ্যানি খান, নাঈম সোবহান ও আঁচল। ইতিমধ্যেই ছবির ৩টি গানের চিত্রায়ণ সম্পন্ন করেছেন পরিচালক। গানের শুটিং করা হয় সিলেট, বান্দরবান ও সমুদ্র সৈকত কক্সবাজার। পরিচালক বলেন, ইতিপূর্বে এমন মনোমুগ্ধকর লোকেশানে কোন ছবির শুটিং হয়নি। গানগুলোকে আকর্ষণীয় করে তোলার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছি। ফিরোজ কবীর ডলারের কাহিনী ও আবিদ রনির সংগীত পরিচালনায় গানের কথা লিখেছেন কবির বকুল, প্রদীপ সাহা, লুবনা ও নাদিরা ইয়াসমিন। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন নাভিদ খান চৌধুরী। নৃত্য পরিচালনায় আব্রাহাম এবং ভিজ্যুয়াল ইফেক্টে জাকিরুল ইসলাম সুমন, বিজ্ঞাপনী সংস্থা সিজি ওয়ার্ল্ড লি: এর ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রের ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন মঈনুল ইসলাম। ছবির কাহিনী সম্পর্কে পরিচালক নাবিল বলেন, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শহরের এক যুবক ট্রেনের যাত্রী। পাশাপাশি বসা সুন্দরী তরুণী। সময় গড়িয়ে যায়। ট্রেন শহরের দিকে এগিয়ে চলে। মেয়েটির জন্য অন্যরকম ভাল লাগা তৈরি হয় যুবকের। অথচ শহরে তারই অপেক্ষায় তার প্রিয় বান্ধবী। তার জন্যও মনটা কেঁদে ওঠে যুবকের। পরোক্ষণেই পাশের মেয়েটির দিকে তাকায়। ভুলে যায় প্রিয় বান্ধবীকে। ভোর বেলা ট্রেন থেকে দ্রুত নেমে যায় মেয়েটি। পিছু নেয় যুবক। পরিচালক নাবিল আশরাফ বলেন, অসংখ্য বিজ্ঞাপন চিত্র নির্মাণের অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্র নির্মাণে এসেছি। অনেক চিন্তা-ভাবনা আর যত্ন করে ‘ভালবাসার রংধনু’ নির্মাণ করছি। আমার বিশ্বাস, সকল শ্রেণীর দর্শকের জন্য নির্মিত ত্রিভুজ প্রেমের এই ছবিটি সবার ভাল লাগবে।

No comments

Powered by Blogger.