ইরফান পাঠানকে দলে চান গাভাস্কার

সুনীল গাভাস্কার এই মুহূর্তে ভারতীয় দলে ইরফান পাঠানকে দেখতে চান। তাঁর মতে, ইরফান পাঠানের অলরাউন্ডিং ক্ষমতা ক্রিকেটের ছোট ফরম্যাটে ভারতীয় দলকে উপকৃত করতে পারে। টেস্ট সিরিজে ৪-০-তে হোয়াইট ওয়াশ হওয়ার পর গতকাল অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়ার কাছে হেরে গেছে ভারত।
দলে কয়েকজন ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশেষজ্ঞের অন্তর্ভুক্তিও পারফরম্যান্সে তেমন একটা উনিশ-বিশ ঘটাতে পারেনি। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি দলে অলরাউন্ডারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন।
‘এই মুহূর্তে একজন অলরাউন্ডার দলে নিলে মন্দ হয় না।’ বলেছেন গাভাস্কার। তিনি আরও বলেন, ‘সাধারণত টি-টোয়েন্টি ক্রিকেট বোলারদের জন্য খুবই নির্দয় একটি ফরম্যাট। তাই এই ফরম্যাটে এমন বোলার দলে বেশি করে নিতে হবে যে ব্যাটিংটাও ভালো পারে। ইরফান পাঠান ঠিক এমনই একজন বোলার, যে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের চাহিদা মেটাতে পারে।’
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স ভালোই লেগেছে গাভাস্কারের। তাঁর বক্তব্য অনুযায়ী ধোনি কেবল ভালো খেলেনি, সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে।
ডেভিড হাসির বোলিং দেখে গাভাস্কারের মনে হয়েছে, কালকের টি-টোয়েন্টি ম্যাচে ভারতের আরও একজন স্পিনারের প্রয়োজন ছিল। তিনি বলেন, ‘হাসি বোলিংয়ে এসে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ বেগ দিয়েছে। তাঁর বোলিংয়ের সময় ঠিকমতো তুলে মারা যাচ্ছিল না। আমার মনে হয়, ভারতও যদি আরও একজন স্পিনার অন্তর্ভুক্ত করত, তাহলে ভালো করত।’
টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে গাভাস্কার বলেন, ‘এখনকার ক্রিকেটে দরকার সত্যিকারের অ্যাথলেট। আমার মনে হয়, এই একটি জায়গায় ভারতীয় দলের ঘাটতি রয়ে গেছে।’
গাভাস্কার দুই দলের ফিটনেসের তুলনামূলক একটি চিত্র তুলে ধরে বলেছেন, যেখানে একজন অস্ট্রেলীয় ব্যাটসম্যান প্রতিনিয়ত এক রানকে দুই ও দুইকে তিনে পরিণত করছে দৌড়ে, সেখানে ভারতীয়দের মধ্যে দৌড়ে রান নেওয়ার প্রবণতা অনেক কম। তাঁরা অপেক্ষায় থাকে বড় শটের জন্য। অথচ দেখুন, অসিরা কিন্তু দৌড়েই বাজিমাত করছে।’
ভারতীয় দলের উদ্বোধনী জুটি নিয়ে চিন্তিত হলেও শঙ্কিত নন গাভাস্কার। তিনি বলেন, মানছি গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ একটা ভয়াবহ সময় পার করছে। তবে এই বাজে সময় কেটে যাবে। পিটিআই।

No comments

Powered by Blogger.