সিলেট রয়্যালসের টাইটেল স্পন্সর গ্লোবাল নিউওয়ে

স্পোর্টস রিপোর্টার: বিপিএল’র দল সিলেট রয়্যালস পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছে বিদেশী প্রতিষ্ঠান গ্লোবাল নিউওয়ে। আগামী এক বছর সব কর্মকাণ্ডে সিলেট রয়্যালসের পাশে থাকতে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। টাইটেল স্পন্সর হিসেবে এ সময়ে ১০ কোটি টাকা দিবে গ্লোবাল নিউওয়ে। গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সিলেট রয়্যালস-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান ও গ্লোবাল নিউওয়ের চেয়ারম্যান নবরত্নম শ্রী নারায়ানথা চুক্তিপত্র বিনিময় করেন। এসময় মিজানুর রহমান বলেছেন, চ্যাম্পিয়নশিপ বড় নয়, তারা দেশের মানুষকে বিনোদন দেয়ার জন্যই চেষ্টা করবেন। তিনি বলেন, যুব সমাজের অবক্ষয় রোধে বিপিএল যাতে ভূমিকা রাখতে পারে সে চেষ্টা করবেন তারা। জাতি হিসেবে আমরা আজ কষ্টে আছি। আমরা যুব সমাজকে স্বপ্ন দেখাতে চাই। আমার বিশ্বাস বিপিএল জমাতে পারলে অনেক যুবক-তরুণ মাদকের ছোবল থেকে বাঁচতে পারবে। এক প্রশ্নের জবাবে মিজান বলেন, দেশের ক্রিকেট উন্নয়নে আগামী ছয় বছরের মধ্যে একটি আন্তর্জাতিক মানের নিজস্ব স্টেডিয়াম এবং জুনের মধ্যে একাডেমী নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছে সিলেট রয়্যালস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রয়্যালস-এর চেয়ারম্যান নাফিসা কামাল, ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ক্রিয়েটিভ ডিরেক্টর কাসফি কামাল, গ্লোবাল নিউওয়ের চেয়ারম্যান নবরত্নম শ্রী নারায়ানথা, এমডি মুরালি শ্রী নারায়ণান, সিলেট রয়্যালস-এর খেলোয়াড় ইমরুল কায়েস, পাকিস্তানের কামরান আকমল প্রমুখ। অনুষ্ঠানে মিজানুর রহমান আরও বলেন, ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান অনেক মজবুত। গ্লোবাল নিউওয়ে স্পন্সরশিপ প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেটে অনেক এগিয়ে গেছে। তিনি বলেন, আমরা ক্রিকেটকে আরও এগিয়ে নিতে চাই। এ লক্ষ্যে চলতি বছরে ৮ থেকে ১০টি ইভেন্ট হতে পারে। ইমরুল কায়েস, সিলেট সমর্থকদের দোয়া চেয়েছেন যাতে তারা ভাল ফল করতে পারে। কামরান আকমলও সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

No comments

Powered by Blogger.