ইজতেমার বিশেষ প্রকাশনা by এস জাহাঙ্গীর

তবলিগ জামাতের প্রচারবিমুখতার কারণে ইজতেমার প্রতিদিনকার ঘটে যাওয়া খবরাখবর দেশবাসীর কাছে এক প্রকার অজ্ঞাতই থেকে যায়। তা ছাড়া বিশ্বব্যাপী তবলিগের কারগুজারি, দাওয়াতের পথ ও পন্থা, পূর্ববর্তী মুরবি্ব ও তবলিগওয়ালাদের কর্ম এবং জীবন, ভবিষ্যৎ কর্মপদ্ধতি ইত্যাদি বিষয়ও ইজতেমায় আগত নতুন মুসলি্লরা জানতে পারেন না।
এই অপূর্ণতা পূর্ণ করতেই কয়েকজন আলেমের তত্ত্বাবধানে বিগত দু'বছর ধরে ইজতেমার সার্বিক খবরাখবর নিয়ে প্রকাশিত হচ্ছে 'দৈনিক ইজতেমা' নামের একটি প্রকাশনা। বিষয়বৈচিত্র্য, আধুনিক রুচিশৈলী, দক্ষ সম্পাদনা আর একদল তরুণ সাংবাদিকের ঐকান্তিক প্রয়াসে দু'পর্বে মোট ছয়দিন বের হয় ১৬ পৃষ্ঠার চাররঙা দৈনিকটি। প্রথাগত দৈনিক নয়, তবে দৈনিকের আদলে সাজানো সাময়িকীটি সুধীজনদের নতুন চিন্তার দ্বার খুলে দিয়েছে। সাংবাদিক শাকের হোসাইন শিবলি সম্পাদিত 'দৈনিক ইজতেমা' গত দু'বছরের ইজতেমায় প্রকাশ হয়ে নতুন ভাবনা, আধুনিক সজ্জা এবং সময়োপযোগিতা দিয়ে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। এবারও 'দৈনিক ইজতেমা' পাঠকের কাছে পেঁৗছে দেওয়ার পুরো প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমার প্রথম পর্বের প্রথমদিন সকালেই পাছকের হাতে চলে আসবে 'দৈনিক ইজতেমা'।

No comments

Powered by Blogger.