ভারতকে ৩২৬ রানের চ্যালেঞ্জ ইংল্যান্ডের

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য ভারতকে ৩২৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে সফরকারী ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেছেন ওপেনার ইয়ান বেল। ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের ব্যাট থেকে এসেছে ৭৫ রান।
ভারতের পক্ষে দুটি উইকেট শিকার করেছেন অশোক ডিন্ডা। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। উদ্বোধনী জুটিতে ১৫৮ রান যোগ করে ইংল্যান্ডকে শক্ত ভিত্তি গড়ে দেন কুক ও ইয়ান বেল। ইনিংসের ২৮তম ওভারে দুর্ভাগ্যবশত রানআউটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন বেল। তার আগে তিনি খেলেছেন ৯৬ বলে ৮৫ রানের চমত্কার এক ইনিংস। বেল আউট হওয়ার পর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি কুকও। ৭৫ রানের অধিনায়কোচিত এক ইনিংস খেলে তিনি পরিণত হয়েছেন সুরেশ রায়নার শিকারে। তৃতীয় উইকেটে আবার ৭৬ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে যান ইয়ন মরগান ও কেভিন পিটারসেন। টানা দুই ওভারে এই দুই ইংলিশ ব্যাটসম্যানকে আউট করেন অশোক ডিন্ডা। পিটারসেন ৪৪ ও মরগান ৪১ রান করে আউট হন। পঞ্চম উইকেটে ৭০ রানের ঝোড়ো জুটি গড়েন সামিত পাটেল ও ক্রেইগ কিসওয়েটার। এই ৭০ রান তাঁরা সংগ্রহ করেন মাত্র ৬ ওভারে।

No comments

Powered by Blogger.