যুক্তরাষ্ট্রের প্লানেটোরিয়াম বাংলাদেশের বিজ্ঞানীর নামে

বাংলাদেশি বংশোদ্ভূত পদার্থ বিজ্ঞানী এবং এলিজাবেথ সিটি স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতানা আহমেদ খানের নামে আনুষ্ঠানিকভাবে ওই বিশ্ববিদ্যালয়ের একটি প্লানেটোরিয়ামের নামকরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (৮ জানুয়ারি) তাঁর নামে নামকরণ হয়েছে ওই প্লানেটোরিয়ামটির। খবর বাসসের। সুলতানা আহমেদ খান ১৯৭৮ সালে ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন । ১৯৯০ সালে প্লানেটোরিয়ামের নির্মাণে বিশেষ ভূমিকা পালন করেন তিনি। বর্তমানে এর পরিচালকও তিনি।
সুলতানা আহমেদ খানের নামে প্লানেটোরিয়ামের নামকরণ সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. উইলি জে. গিলক্রিস্ট, ট্রাস্টি বোর্ড সদস্য বিশপ আর্নেস্ট আর. সাটন, লিভিং স্টোন কলেজের প্রেসিডেন্ট ড. জিমি আর. জেনকিন্সসহ আরও অনেকে।
আকরামুল কাদের অনুষ্ঠানে বলেন, অধ্যাপক সুলতানা আহমেদ খানের পেশাগত সাফল্য বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
প্লানেটোরিয়াম সংক্রান্ত আরও তথ্য জানার লিংক www.ecsu.edu/planetarium

No comments

Powered by Blogger.