ডিএনএ টেস্টের মাধ্যমে জিয়ার লাশ শনাক্ত দাবি

 বিতর্কের অবসান ঘটাতে ডিএনএ টেস্টের মাধ্যমে শেরেবাংলা নগরের কবরে জিয়াউর রহমানের লাশ শনাক্ত করার দাবি জানিয়েছেন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে তাঁরা বিএনপি চেয়ারপার্সনসহ দলের নেতৃবৃন্দের প্রতি এ আহ্বান জানিয়ে বলেছেন, কথিত জিয়ার কবরে তাঁর আসল লাশ কিনা ডিএনএ টেস্টের মাধ্যমে তা প্রমাণ করে লাশসংক্রানত্ম বিতর্কের অবসান করতে হবে। শনিবার দেয়া বিবৃতিতে ছাত্রনেতারা আরও বলেন, চট্টগ্রামে জিয়াউর রহমানের মৃতু্যর পর আজ পর্যনত্ম জানা যায়নি আদৌ তাঁর লাশ পাওয়া গিয়েছিল কিনা। কিংবা জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এবং দুই পুত্র ঐ লাশ শনাক্ত করেছিলেন কিনা। জনগণের তৎৰণাৎ সসত্মা সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্যই সেদিন অন্য একজনের লাশকে জিয়াউর রহমানের লাশ বানিয়ে দাফন করা হয়েছিল। নেতৃবৃন্দ অবিলম্বে এ লাশের ডিএনএ টেস্টের দাবি জানিয়ে বলেছেন, এ টেস্টের মধ্য দিয়ে জাতিকে বিভ্রানত্মমুক্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং শেরেবাংলা নগরে কথিত জিয়ার কবরস্থানকে সেক্টর কমান্ডারদের কবরস্থানে রূপানত্মরিত করে কথিত এ লাশ সরিয়ে নেয়া হোক। বিবৃতিতে স্বাৰর করেন লিয়াকত সিকদার, নজরম্নল ইসলাম বাবু এমপি, এ্যাডভোকেট বলরাম পোদ্দার, শাহজাদা মহিউদ্দিন, সাইফুজ্জামান শিখর, রফিকুল ইসলাম কোতোয়াল, মারম্নফা আক্তার পপি, অসিত বরণ বিশ্বাস এবং কামরম্নল হাসান খোকন।

No comments

Powered by Blogger.