চার নদী তীরের অবৈধ স্থাপনা ৩০ দিনের মধ্যে ভাঙ্গার নির্দেশ

ঢাকার পাশর্্ববতর্ী চারটি নদী বুড়িগঙ্গা, শীতলৰ্যা, বালু ও তুরাগ-এর তীরবতর্ী অবৈধ স্থাপনাসমূহ ভাঙ্গা ও অপসারণের কাজ ৩০ দিনের মধ্যে শুরম্ন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বাদী পৰের কেঁৗসুলি এ্যাডভোকেট মনজিল মোরশেদ নদী তীরবতর্ী অবৈধ স্থাপনা ভাঙ্গা ও অপসারণের দরখাসত্ম দাখিল করলে শুনানি শেষে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি কামরম্নল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে দ্বৈত বেঞ্চ রবিবার এই আদেশ দেয়। আদালত বাদীদের প্রতি চারটি আদেশ প্রদান করে। প্রথমত : হাইকোর্টের আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে জরিপ অনুসারে ঢাকার চার নদী বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলৰ্যার তীরবতর্ী অবৈধ স্থাপনা ভাঙ্গা ও অপসারণের কাজ শুরম্ন করতে হবে। দ্বিতীয়ত : প্রতি তিনমাস পরপর উপরোক্ত ভাঙ্গা ও অপসারণের কাজের অগ্রগতি রিপোর্ট সুপ্রীমকোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আদালত দাখিল করতে হবে। তৃতীয়ত : ২০০৯ সালের ২৫ জুন বিচারপতি এটিএম খায়রম্নল হক এবং বিচারপতি মোঃ মমতাজ উদ্দিন আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ-এর রায় অনুসারে সম্পূর্ণ অপসারণের কাজ চলতি বছরের ৩০ নবেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে। চতুর্থত : ৩ মাস পর প্রথম প্রতিবেদন দাখিলের পর পরবতর্ী আদেশের জন্য আদালতে উপস্থাপন করতে হবে। বাদী পৰে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট মনজিল মোরশেদ, সরকার পৰে ছিলেন ডিএজি রাজিক আল জলিল।

No comments

Powered by Blogger.