সুন্দরবনে যৌথ বাহিনীর সঙ্গে বনদসু্যদের গুলিবিনিময়- আহত ৪ ডাকাত ও আগ্নেয়াস্ত্র আটক by বাবুল সরদার

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় পুলিশ-বনবিভাগ-কোস্টগার্ডের যৌথ বাহিনীর সঙ্গে বনদসু্যদের প্রচ- গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলের দিকে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ বাহিনী দসু্যদের অবস্থানের দিকে অভিযান চালালে দসু্যরা আকস্মিক বেপরোয়া গুলিবর্ষণ শুরম্ন করে। এ সময় পুলিশের ট্রলারের মাঝি খলিলুর রহমান (২৮) গুলিবিদ্ধ গুরম্নতর আহত হয়।
তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া বনদসু্যদের কয়েকজনও হতাহত হয়েছে। পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল থেকে আহত ৪ ডাকাত, ৪টি আগ্নেয়াস্ত্র, বুলেটপ্রম্নফ জ্যাকেট, নিরাপত্তা প্রহরীদের পোশাক, ২শ' রাউন্ড গুলির খোসা, ১৫ রাউন্ড তাজা গুলি, ২টি টেলিভশন, সিডি পেস্নয়ার, ডাকাতদের ব্যবহৃত দু'টি ট্রলারসহ বিপুল পরিমাণ খাবার ও মালপত্র উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মোবাইলে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানিয়েছেন, কুখ্যাত বনদসু্য জুলফিকার ওরফে জুলফু বাহিনীর সঙ্গে এ গোলাগুলির ঘটনা ঘটে। হতাহত বনদসু্য ও অস্ত্র-গোলাবারম্নদ উদ্ধারে সেখানে ব্যাপক তলস্নাশি চলছে। এর বেশি কিছু তিনি তাৎণিকভাবে জানাতে পারেননি। প্রসঙ্গত, সুন্দরবন ও সংলগ্ন সাগরসহ উপকূলীয় এলাকা জলদসু্য ও বনদসু্যদের বেপরোয়া উপদ্রবের প্রোপটে বুধবার থেকে দসু্য দমনে কোস্টগার্ডের নেতৃত্বে বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযান ' অপারেশন অনুসন্ধান' শুরম্ন হয়েছে। কোস্টগার্ড, পুলিশ ও বন বিভাগের দু'শতাধিক সদস্য এ অভিযানে অংশ নিচ্ছে। সুন্দরবন ও সাগরে পেশাজীবী জেলে-বাওয়ালী ও সমুদ্রগামী মৎস্যজীবীদের ওপর ডাকাত ও বনদসু্যদের সশস্ত্র হামলা এবং সাগরে বিদেশী জাহাজের তৎপরতা রোধ করাই এ অভিযানের উদ্দেশ্য। সুন্দরবনের কটকা, কচিখালী, শেওলার চর, হিরন পয়েন্ট, হাড়বাড়িয়া, দুবলার চর ও বলেশ্বরের সাগর মোহনা থেকে একযোগে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ বাহিনী দসু্যদের আসত্মানায় অভিযান চালাচ্ছে। এ অভিযানে ব্যাপক সফলতা পাওয়া গেছে বলে উপকূলরী বাহিনী কোস্টগার্ডের পশ্চিম জোন সূত্র জানিয়েছে।

No comments

Powered by Blogger.