তৃতীয় রাউন্ডেই তাঁরা মুখোমুখি

ড্র-ই এ সম্ভাবনাটা তৈরি করে দিয়েছিল, কোনো অঘটন না ঘটলে তৃতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছেন তাঁরা। হলোও সেটাই। আগামীকাল তৃতীয় রাউন্ডেই মুখোমুখি ভেনাস উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।
অষ্টমবারের মতো দ্বৈরথের ‘তপ্ত’ মঞ্চ তৈরি করে দিয়েছে কাল দ্বিতীয় রাউন্ডে দুজনের দাপুটে জয়। সাতটি গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন ফ্রান্সের অ্যালিজ কর্নেটকে। চারটি গ্র্যান্ড স্লামজয়ী শারাপোভা তো গড়েছেন ইতিহাসই। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও জিতেছেন ‘ডাবল বেগল’। জাপানের মিসাকি দোইকে ‘ডাবল লাভ’-এর লজ্জা উপহার দিয়ে জিতেছেন ৬-০, ৬-০ গেমে। মেলবোর্নে দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে আসা রুশ তারকা সময় নিয়েছেন মাত্র ৪৭ মিনিট। ১৯৮৫ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে শারাপোভা গড়লেন গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে টানা দুটি ‘ডাবল বেগল’ জয়ের কীর্তি।
যদিও শারাপোভা বলছেন, পরিসংখ্যান নয়, তাঁর চাই গ্র্যান্ড স্লাম শিরোপা। সেই লক্ষ্যের পথে পরের ম্যাচেই পেয়ে গেলেন ভেনাস নামের কঠিন প্রতিপক্ষকে। ভেনাস যদিও বেশ কিছুদিন ধরেই অনিয়মিত, র্যা ঙ্কিংয়েও নেমে গেছেন। তবে তাঁর অভিজ্ঞতার ভান্ডার বিশাল। এর আগে সাতবার মুখোমুখি হয়েছেন দুই সাবেক এক নম্বর। তাতে শারাপোভা অবশ্য ৪-৩-এ এগিয়ে। জিতেছেন সর্বশেষ সাক্ষাতেও। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘নিশ্চিতভাবেই ওই ম্যাচে গোপন কিছু থাকবে না। আমরা অনেকবারই একে অন্যের বিপক্ষে খেলেছি।’ তবে ভেনাস দুর্দান্ত ফর্মে থাকা শারাপোভাকে সামনে পেয়ে বিচলিত নন, ‘আমি ড্র দেখেছি, আমি কুসংস্কারাচ্ছন্ন নই। সামনে মারিয়া, তার বিপক্ষে ভালো খেলাটাই আমার লক্ষ্য।’
এদিকে ভেনাস সহোদরা সেরেনার উইলিয়ামসকে নিয়ে অনিশ্চয়তা একটু বেড়েছে। অনিশ্চয়তাটা বাড়িয়ে দিয়েছেন সেরেনাই। পরশু প্রথম রাউন্ডের ম্যাচে চোট পাওয়া ১৫টি গ্র্যান্ড স্লামজয়ী কাল অনুশীলন করেছেন মেলবোর্নের ‘তালাবদ্ধ’ ইনডোরে। গণমাধ্যম এবং সাধারণ্যের প্রবেশাধিকার সেখানে ছিল না। নিজেকে এমন আড়ালে রেখেই কৌতূহল বাড়িয়ে দিয়েছেন সেরেনা, চোট কি তাহলে খেলতে দেবে না তাঁকে? অথচ আজ চতুর্থ দিনে তাঁর কোর্টে নামার কথা দুবার। এককের পাশাপাশি বড় বোন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে দ্বৈতেও তাঁর খেলার কথা।
ওদিকে সহজ জয় পেয়েছেন নোভাক জোকোভিচ। লেটন হিউয়িটের পর সামান্থা স্টোসুরও অস্ট্রেলিয়ানদের হতাশ করে বিদায় নিয়েছেন দ্বিতীয় রাউন্ডেই। এএফপি।

No comments

Powered by Blogger.