রাশেদা কে চৌধূরী- শিক্ষার শিশুবান্ধব পরিবেশ চাই

শিক্ষা নিয়ে বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, সব অভিভাবকই সন্তানকে সেরা স্কুলে পড়াতে চান।
কিন্তু নানাবিধ কারণে সরকারি বিদ্যালয়গুলো কিছুটা পিছিয়ে পড়ায় অভিভাবকেরা আগ্রহ হারাচ্ছেন। রাশেদা কে চৌধূরী আরও বলেন, সরকারি স্কুলগুলোর শিক্ষার পরিবেশ আরও শিশুবান্ধব করতে হবে। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের বেতন ও মর্যাদা বাড়ানোর পাশাপাশি অভিভাবকদের মানসিকতা বদল করতে হবে। শিক্ষা খাতে বিনিয়োগ আরও বাড়ানোর পরামর্শ দিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, ‘সরকারকেই উদ্যোগ নিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে সাধারণ মানুষ তাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠায়।’

No comments

Powered by Blogger.