ডিসি ফিটলিস্ট ।। ৯ ফেব্রম্নয়ারি থেকে মৌখিক পরীক্ষা

নতুন ডিসি ফিটলিস্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লৰ্যে আগামী ৯ ফেব্রম্নয়ারি শুরম্ন হচ্ছে পাঁচদিনব্যাপী মৌখিক পরীৰা। মহাজোট সরকারের আমলে ডিসিদের জন্য দ্বিতীয় ফিটলিস্ট তৈরির লৰ্যে পর্যায়ক্রমে পাঁচদিনে মোট ২৭০ কর্মকর্তাকে ডাকা হচ্ছে।
সংশিস্নষ্ট সূত্র জানায়, এবার মৌখিক পরীৰায় ৮৪, ৮৫ ও ৮৬ ব্যাচের কর্মকর্তাদের ডাকা হচ্ছে। এর মধ্যে ৮৬ ব্যাচের ১শ' কর্মকর্তাকে ডাকা হচ্ছে। এছাড়া ৮৪ ও ৮৫ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ডাকা হচ্ছে মোট ১৭০ কর্মকর্তাকে। দিনে ৫৫ থেকে ৬০ কর্মকর্তার মৌখিক পরীৰা নেয়া হবে। তবে বিশেষ কারণে কোন কর্মকর্তা নির্ধারিত দিনে উপস্থিত হতে না পারলে পরবর্তী দিনে উপস্থিত হয়ে তিনি পরীৰায় অংশ নিতে পারবেন। শেষ দিনে অনুপস্থিত থাকলে তিনি পরবর্তী দিনে অংশগ্রহণের সুযোগ পাবেন না।
এর আগে মহাজোট সরকারের আমলে প্রথমবারের মতো ডিসি ফিটলিস্ট করতে মোট ৩৮৫ কর্মকর্তাকে ডাকা হয়।

No comments

Powered by Blogger.