আইএস কিশোরের রাশিয়ার ২ গোয়েন্দাকে হত্যার ভিডিও

কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস) প্রশিক্ষিত এক কিশোর রাশিয়ার দুই গোয়েন্দাকে মাথার পেছনে গুলি করে হত্যা করেছে বলে প্রতীয়মান হচ্ছে সংগঠনটির প্রকাশিত একটি ভিডিওতে। এ খবর দিয়েছে অনলাইন সিবিএস নিউজ। সাড়ে ৭ মিনিট দীর্ঘ ওই ভিডিওটি প্রকাশ করেছে আইএসআইএসের একটি শাখা আল-হায়াত। দীর্ঘ টেলিভিশন সাক্ষাৎকারের মতো ওই দুই গোয়েন্দার সাক্ষাৎকার নেয়া হয়। ওই দুই ব্যক্তি রাশিয়ান ভাষায় কথা বলছিলেন। তবে পুরো ভিডিওতে ইংরেজি ভাষায় লেখা সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে। ওই দুই গোয়েন্দা আইএসের বিরুদ্ধে সিরিয়া ও তুরস্কে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেন। রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) গোয়েন্দা সদস্য বলে নিজেদের পরিচয় দেন তারা। এক গোয়েন্দা স্বীকার করেন, আইএসের এক নেতাকে হত্যার নির্দেশ দিয়ে পাঠানো হয়েছিল তাকে। তবে ভিডিওটি থেকে ওই আইএস নেতার নাম সম্পাদনার মাধ্যমে বাদ দেয়া হয়েছে। ওই দুই জনের মাধ্যমে গুপ্তচরদের বিরুদ্ধে আইএসের প্রস্তুত করা একটি সতর্কবার্তাও দেয়া হয়েছে। ১৫ বছরের কম বয়সী ওই কিশোরের পাশে আইএসের এক সদস্য দাঁড়িয়ে থাকলেও, তার পরিচয় শনাক্ত করতে পারেনি সিবিএস নিউজ। রাশিয়ার দুই গোয়েন্দা হাঁটু গেঁড়ে বসেছিলেন। আইএসের সদস্য ও কিশোর দুই জনই এশীয় বংশোদ্ভূত বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে গুলি করার পর ওই দুই জন পড়ে গেলেও, কোন রক্ত দেখা যায়নি ভিডিওতে এবং গুলি করার ভিডিও দৃশ্য দেখানোর পরই ২০১৪ সালের নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও ক্লিপ এর সঙ্গে জুড়ে দেয়া হয়। ওই ভিডিওতে এই কিশোরকে দেখানো হয়েছে। ওই ভিডিওতে একদিন ‘মুজাহিদ’ হওয়ার প্রত্যয় ও সংকল্প ব্যক্ত করে সে।

No comments

Powered by Blogger.