রাজনীতিকে কলুষিত না করার আহ্বান টিআইবির

রাজনীতিকে কলুষিত না করার জন্য দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ সকালে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সহিংসতার রাজনীতি চাই না। মানুষের জীবন ও গণতন্ত্র বিপর্যস্ত হোক এমন কর্মসূচীও চাই না। দুই দলকে সহিসংতার রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি। ‘ঔষধ প্রশাসন অধিদপ্তরে সুশাসন: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে লাইসেন্স প্রদানে প্রায়  ১৫ লাখ টাকা নিয়ম বহির্ভূত লেনদেন হয়। টাকার অংক নিয়ে প্রশ্ন থাকলেও অধিদপ্তর বিষয়টি স্বীকার করেছে। প্রতিবেদনের আরও বলা হয়, বড় বড় ঔষধ কোম্পানীগুলো রপ্তানীর জন্য উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে ঔষধ প্রস্তুত করে। আর দেশের অভ্যন্তরে বিক্রির জন্য অপেক্ষাকৃত নিন্মমানের কাঁচামাল ব্যবহার করছে। অত্যাবশ্যকীয় ঔষধ উৎপাদনে তাদের আগ্রহের ঘাটতি রয়েছে। রাজনৈতিক দলের প্রভাবকে ঔষধ প্রশাসনে চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করা হয় গবেষণা প্রতিবেদনে।

No comments

Powered by Blogger.