বিশ্বে সবচেয়ে শ্রদ্ধেয় বিল গেটস্

নিজ কর্মের মাধ্যমে বিশ্ববাসীর কাছে শ্রদ্ধাভাজনে পরিণত হওয়া ব্যক্তিদের তালিকার শীর্ষে রয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস্। ১৩টি দেশের নাগরিকদের মধ্যে জরিপ চালিয়ে তৈরি করা এ তালিকায় বিল গেটস্রে পরের স্থানেই আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তালিকায় বিশ্বের ৩০ জন শ্রদ্ধাভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়। খবর এনডিটিভির। দ্য টাইমস ম্যাগাজিনে প্রকাশের জন্য ‘ওয়ার্ল্ড’স মোস্ট অ্যাডমায়ারড পিপল’ নামের ওই জরিপ চালায় ইউগোব নামের একটি প্রতিষ্ঠান। জরিপে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, চীন, মিসর, নাইজেরিয়া ও ব্রাজিলের ১৪ হাজার মানুষের মতামত নেয়া হয়। ওই তালিকার প্রথম ১০ জনের মধ্যে চারজনই ভারতীয়।
সব মিলিয়ে তালিকায় ভারতীয়ের সংখ্যা ৭ জন। তালিকায় ৭ম অবস্থানে আছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, ৯ম এ আছেন অভিনেতা অমিতাভ বচ্চন। এছাড়াও তালিকায় আছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ (১০), সমাজকর্মী আন্না হাজারে (১৪), দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (১৮) ও ব্যবসায়ী রতন টাটা (৩০)। তালিকার শীর্ষস্থানে অন্যদের মধ্যে রয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন (৩), পোপ ফ্রান্সিস (৪) ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের (৬) মতো ব্যক্তিরা।

No comments

Powered by Blogger.