অবরোধের সঙ্গে সারা দেশে হরতাল আজ

অনির্দিষ্টকালের চলমান অবরোধের পাশাপাশি সারা দেশে সকাল-সন্ধ্যা ২০ দলের হরতাল আজ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে হত্যার উদ্দেশে গুলি করার প্রতিবাদে এ হরতাল ডেকেছে ২০ দল। মঙ্গলবার রাতে বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ হরতালের ঘোষণা দেন। প্রথমে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডাকা হলেও জনদুর্ভোগ কমাতে সেটা কমিয়ে আনা হয়েছে ১২ ঘণ্টায়। গতকাল এক বিবৃতিতে রিজভী আহমেদ বলেন, মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা এবং তাঁকে গুলি করে গুরুতর আহত করার প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী ১২ ঘণ্টার সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে। দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের জন্য ২০ দলীয় জোটের ডাকা হরতাল এবং চলমান অবরোধ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। রিজভী আরও জানিয়েছেন বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ২০ দলের আজকের হরতাল স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জোটের শরিক দলগুলো। ২০ দলের আজকের হরতাল ও অনির্দিষ্টকালের অবরোধ সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে শফিউল আলম প্রধান বলেন, কোন উস্কানি ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। জোটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন। ছাত্র ভাইদের প্রতি আবেদন নিজেদের মধ্যে সমন্বয় করে প্রতিরোধ সংগ্রামকে জোরদার করুন। সরকারের উদ্দেশে প্রধান বলেন, ছল-চাতুরী-জেল-জুলুম, গুম-খুন ও ফাঁসির রশি ঝুলিয়ে ফায়দা হবে না। সুতরাং সময় থাকতে দাবি মানুন-ক্ষমতা ছাড়ুন ও নির্বাচন দিন। লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান দেশবাসীর প্রতি একই আহ্বান জানিয়ে বলেন, শেখ হাসিনার পতন ঘটিয়ে সন্ত্রাস দুর্নীতি ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের কর্মসূচিতে সবাই ঐক্যবদ্ধভাবে শরিক হোন। দেশবাসীকে সতর্ক অবস্থায় আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, বিএনপি চেয়ারপারসন আপসহীনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশবাসীও খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনে জীবনবাজি রেখে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণই শুধু করছে না, জীবনকেও বিপন্ন করছে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে ও চলবে।
বিরোধী হত্যায় সরকার গুপ্তঘাতক নামিয়ে দিয়েছে
বিরোধী নেতাকর্মীদের হত্যায় সরকার গুপ্তঘাতক নামিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এই ভোটারবিহীন সরকার বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করার জন্য গুপ্তঘাতকদের নামিয়ে দিয়েছে বিভিন্ন পাড়ায়-মহল্লায়। জনগণের তৃণমূল আন্দোলনের চাপে শেষ বিষাক্ত ছোবল দেয়ার জন্যই তারা মরণঘাতী গুপ্তবাহিনীদের দিয়ে কমিটি গঠন করেছে। এরই নির্মম শিকার হয়েছেন দেশের পেশাদার কূটনীতিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ রহমান। তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার দ্বিতীয় পর্যায়ের বাকশালী দুঃশাসনের চরম সীমায় উপনীত হয়েছে। সকল বিরোধী মত ও দলকে নিশ্চিহ্ন করে শতকরা ৫ ভাগ ভোট পেয়ে অবৈধ একদলীয় শাসনকে টিকিয়ে রাখতে তারা দেশব্যাপী এখন রক্তগঙ্গা বইয়ে দেয়ার কর্মসূচিতে লিপ্ত হয়েছে। রিজভী আহমেদ বলেন, তবে একদলীয় বাকশালী দুঃশাসনের এটি শেষ অন্ধকার। এই অন্ধকার দূরীভূত করার জন্য মৃত্যুকে জয় করার ব্রত নিয়ে ২০ দলীয় জোটসহ আপামর জনসাধারণ এখন দুর্বার আন্দোলনে অংশগ্রহণ করছে। তিনি বলেন, শতকরা ৫ ভাগ জনসমর্থনের এই অবৈধ সরকারকে রক্ষার জন্য যারা জনগণের আন্দোলনের ওপর দমনপীড়ন চালাচ্ছেন, তারা কেউই রেহাই পাবেন না। দেশের জনগণ তাদের বিচার নিশ্চিত করবেই। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে তার প্রতি অমানবিক আচরণসহ অশ্লীল কথাবার্তা যারা বলছেন তারাও এ দেশের মানুষের ক্রোধ থেকে কখনোই রেহাই পাবেন না।

No comments

Powered by Blogger.