বিএনপির সমর্থন- আজ আধা বেলা হরতাল ডেকেছে বাম দলগুলো

বামপন্থী দুটি রাজনৈতিক জোট আজ বুধবার সারা দেশে সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধা বেলা হরতাল ডেকেছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল ও বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে গণতান্ত্রিক বাম মোর্চা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) পৃথকভাবে এ হরতাল কর্মসূচি দিয়েছে।
এই হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার সিপিবি-বাসদ যৌথ সংবাদ সম্মেলন করে আজকের হরতাল সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘আমাদের দাবি কোনো রাজনৈতিক দাবি নয়, সব জনগণের দাবি।’ তিনি আরও বলেন, আজকের হরতালও ‘জ্বালাও-পোড়াও’ পদ্ধতি বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে পালন করা হবে।
গতকাল পৃথক সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বাম মোর্চা ‘গণতান্ত্রিক আন্দোলনের ওপর চোরাগোপ্তা হামলা বা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর পিপার সেপ্র ব্যবহার থেকে বিরত থাকার’ জন্য পুলিশের প্রতি আহ্বান জানায়।
বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, ‘আমরা মনে করি, এই হরতালের মধ্য দিয়ে সরকারের টনক নড়বে। তা সত্ত্বেও যদি সরকার দাবি মেনে না নেয়, আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
বিএনপির সমর্থন: এদিকে এই হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। দলের সমন্বয়ক তরিকুল ইসলামের পক্ষে গণমাধ্যমকে এ খবর জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বিএনপির সমর্থনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘জনগণের দাবি নিয়ে এই হরতাল। এই হরতালে দেশের সবার সমর্থন দেওয়া উচিত। তবে বিএনপি যদি সমর্থন দেওয়ার আগে নাকে খত দিয়ে বলত, তারা অতীতে এভাবে দাম বাড়িয়ে অন্যায় করেছে। ভবিষ্যতে এমন করবে না, তাহলে তাদের সমর্থন ও আন্তরিকতা অনেক বিশ্বাসযোগ্য হতো।’
বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকী বলেছেন, ‘জনগণের অধিকার রক্ষার এই হরতালে আমরা দেশবাসীর সমর্থন চেয়েছি। যে কেউ সমর্থন দিতে পারে। কিন্তু বিএনপি সরকারই কুইক রেন্টালের এই নীতি গ্রহণ করেছিল। এ ক্ষেত্রে বিএনপি-আওয়ামী লীগ একই অবস্থানে।’

No comments

Powered by Blogger.