ফারজানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে ১০ বছরের শিশু ফারজানা আক্তারকে (চাঁদনী) ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. রাজুকে (২৫) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্র জানায়, গত সোমবার ডিবির একটি দল মাদারীপুরের শিবচরে অভিযান চালায়। রাত তিনটার দিকে ডিবি পুলিশ শিবচরে রাজুর নানার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে ডিবির উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু শিশু ফারজানাকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডিবির এডিসি মশিউর রহমান ও এসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
পরে উপকমিশনার প্রথম আলোকে বলেন, ফারজানার ময়নাতদন্তের প্রতিবেদন পেয়েছি। এতে বলা হয়েছে, ‘ফারজানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।’

No comments

Powered by Blogger.