বাবর এবার কিবরিয়া হত্যা মামলায় আসামি

জ টোয়েন্টিফোর ডটকম সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় জোট সরকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে গ্রেফতার দেখানো হয়েছে।
হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শামছুল ইসলাম মঙ্গলবার সিআইডি পুলিশের এক আবেদনের পর এ নির্দেশ দেন। পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আকবর হোসেন জিতু সাংবাদিকদের বলেন, ২১ গ্রেনেড হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদকালে বাবর কিবরিয়া হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় তাঁকে এ মামলায় অনত্মভর্ুক্ত করার জন্য তদনত্মকারী কর্মকর্তা আদালতে আবেদন করেন।
মামলাটির তদনত্ম কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদ করতে বাবরকে ১০ দিনের জন্য হেফাজতে নেয়ার আবেদন করেন।
বিচারক আগামী ১৯ ফেব্রম্নয়ারি বাবরকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার আদেশ দেন। ওই দিন বাবরের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময় প্রার্থনার ওপর শুনানি হবে। অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কারাবন্দী রয়েছেন। এর আগে ২১ আগস্টের মামলায়ও তাঁকে গ্রেফতার দেখানো হয়।

No comments

Powered by Blogger.