‘হেয় করে’ টুইট করায় কারাদণ্ড

কুয়েতের আমির সাবাহ্ আল আহমাদ আল জাবের আল সাবাহেক ‘হেয় করে’ টুইটারে মন্তব্য করায় দেশটিতে রাশেদ আল আনাজি নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার দেশটির একটি আদালত এই আদেশ দেন।
কুয়েতের সংবিধান অনুযায়ী আমিরের বিরুদ্ধে কোনো ধরনের মন্তব্য করা দণ্ডনীয় অপরাধ।
কুয়েতের মানবাধিকার সংস্থা কুয়েত সোসাইটি ফর হিউম্যান রাইটসের প্রধান মোহাম্মদ আল-হুমাইদি জানিয়েছেন, রায় ঘোষণার সময় আনাজি কাঠগড়াতেই উপস্থিত ছিলেন। রায়ের পরপরই পুলিশ তাঁকে কারাগারে পাঠায়। তিনি জানান, আনাজির মতো আরও প্রায় ২০০ জন টুইটকারী, বিরোধী দলের কর্মী এবং সাবেক আইনপ্রণেতা বিভিন্ন মামলায় বিচারের সম্মুখীন হবেন। এঁদের মধ্যে ২৫ জন টুইটকারী যুবককে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জামিন দেওয়া হয়েছে।
হুমাইদি বলেন, অনেক ক্ষেত্রেই সরাসরি আমিরের বিরুদ্ধে মন্তব্য করা হয়নি। কর্তৃপক্ষের লোকজন পরোক্ষ মন্তব্যকে ঘুরিয়ে-পেঁচিয়ে উপস্থাপন করছে। এএফপি।

No comments

Powered by Blogger.