ফিফা-ব্যালন ডি’অরের তিন প্রার্থী

মেসি তিন মৌসুম ধরে প্রতিপক্ষের রক্ষণভাগের কাছে মূর্তিমান ত্রাসের নাম লিওনেল মেসি। ম্যাচপ্রতি একটি করে গোল করেছেন। যার অনেকই দর্শনীয়। গত বছর জার্ড মুলারকে টপকে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি, ৯১ গোলের রেকর্ড গড়েছেন।
মাঝমাঠে সৃষ্টিশীলতার অসহ্য সুন্দর ফুল ফোটান। বল পায়ে পড়লে মনে হয় অন্যগ্রহের খেলোয়াড়, মিহিন ফিনিশিংয়ে গোল করেন। বার্সেলোনার এই দুর্দান্ত ফর্ম গত বছর আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে সামান্য হলেও টেনে আনতে পেরেছেন। রোনালদো সৃজনশীলতার বিচারে অনেকের কাছেই মেসি প্রকৃতিদত্ত প্রতিভা, কিন্তু মাঠে কার্যকর ফুটবলার হিসেবে অনেকেরই সেরা আবার ক্রিস্টিয়ানো রোনালদো। সাক্ষাৎ গোলমেশিন! যদিও গোলসংখ্যায় গত বছর ছাড়িয়ে যেতে পারেননি মেসিকে। মেসির মতো তাঁরও একটা দুর্বলতা—রিয়াল মাদ্রিদের হয়ে যত উজ্জ্বল, জাতীয় দলের হয়ে ততটা নন। তবে গত বছরের লিগ শিরোপা জয় ফিফা-ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে মেসির চেয়ে রোনালদোকেই এগিয়ে রাখবে বলে মনে করেন রিয়াল কোচ হোসে মরিনহো।

ইনিয়েস্তা
ক্লাবেও যেমন, স্পেনের জাতীয় দলের হয়েও তেমন—এই একটা জায়গায় মেসি ও রোনালদোর চেয়ে এগিয়ে আন্দ্রেস ইনিয়েস্তা। তাঁর অসাধারণ ড্রিবলিং এবং বল নিয়ে দ্রুত ডিফেন্সে ঢুকে পড়ার ক্ষমতা ত্রস্ত রাখে প্রতিপক্ষের রক্ষণকে। বার্সেলোনার হয়ে সাফল্যের পাশাপাশি গত বছর ইনিয়েস্তা স্পেনকে জিতিয়েছেন টানা দ্বিতীয় ইউরো। ব্যালন ডি’অরের দুই দাবিদারের চেয়ে এখানেই এগিয়ে ইনিয়েস্তা।

No comments

Powered by Blogger.