লেনোভো আনল ২৭ ইঞ্চি ট্যাব!

লাসভেগাসে অনুষ্ঠিতব্য সিইএস মেলা উপলক্ষে ২৭ ইঞ্চি মাপের উইন্ডোজ ৮ নির্ভর একটি ট্যাবলেট কম্পিউটার প্রদর্শন করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান লেনোভো। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট পিসিওয়ার্ল্ড।
‘আইডিয়াসেন্টার হরাইজন টেবিল পিসি’ নামের এ ট্যাবলেট কম্পিউটারটি ট্যাবলেট কম্পিউটারের ক্ষেত্রে নতুন ধারণা তৈরি করবে বলেই মনে করছেন লেনোভোর বিপণন বিভাগের পরিচালক ডি কুমার। তাঁর মতে, টেবিলটপ ট্যাবলেট কম্পিউটার হিসেবে এটি হবে পারিবারিক ট্যাবলেট। মাল্টি ইউজার, মাল্টি টাচ, মাল্টি মোডে এ ট্যাবলেটটি ব্যবহার করা যাবে। ২৭ ইঞ্চি মাপের এ ট্যাবলেট কম্পিউটারটির দাম হবে এক হাজার ৬৯৯ ডলার। নতুন ট্যাবলেট প্রসঙ্গে কুমার জানিয়েছেন, সামাজিক যোগাযোগকে আমরা পরবর্তী ধাপে নিয়ে যেতে চাই। স্মার্টফোন ও ট্যাবলেট ব্যক্তিকেন্দ্রিক যোগাযোগের সীমানায় আটকে থাকে। এ ট্যাবলেটটি পরিবারের সব সদস্যরা মিলে একত্রে ব্যবহার করতে পারবেন। ‘আইডিয়াসেন্টার হরাইজন টেবিল পিসি’তে উইন্ডোজ ৮ সফটওয়্যার ব্যবহূত হওয়ায় তা একবারে ১০ আঙুলের স্পর্শ শনাক্ত করতে পারে। ১৮ পাউন্ড ওজনের এ ট্যাবলেটটির সঙ্গে একটি স্ট্যান্ড রয়েছে, যার ফলে একে টেলিভিশন এমনকি ডেস্কটপ হিসেবেও ব্যবহার করা যাবে। ট্যাবলেটটির ব্যবহারকারীকে আলাদাভাবে গেম খেলার সুযোগ করে দিতে এরইমধ্যে বিভিন্ন গেম নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে লেনোভো কর্তৃপক্ষ।
পাঠকের মন্তব্য
পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।

No comments

Powered by Blogger.