রিমান্ড শেষে ৪ আসামি কারাগারে ॥ ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ- টাঙ্গাইলে স্কুলছাত্রী ধর্ষণ

স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় চার আসামি যুবদল নেতা মনিরুজ্জামান মনি, শাজাহান আলী, এসএম নুরুজ্জামান ও হারুন-অর রশীদের রিমান্ড শেষ হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়।
টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খ-অঞ্চল আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। রিমান্ডে আসামিরা জিজ্ঞাসাবাদে পরিকল্পিতভাবে গণধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান। তবে কি ধরনের তথ্য দিয়েছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। থানার অপর একটি সূত্র জানিয়েছে, আরও কয়েকজন এ ঘটনায় জড়িত থাকার কথা আসামিরা স্বীকার করলেও তা প্রকাশ করতে নারাজ ওসি। ওসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে আসামি ও তার সহযোগীদের তিনি রক্ষার চেষ্টা করছেন।
এদিকে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় টাঙ্গাইলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। ধর্ষকদের ফাঁসির দাবিতে সোমবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করবে নিজেরা করিসহ বেশকয়েকটি বেসরকারী সংগঠন।

No comments

Powered by Blogger.