তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী এরবাকানের মৃত্যু

আধুনিক তুরস্কে ইসলামপন্থী রাজনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব এবং সাবেক প্রধানমন্ত্রী নেকমেতিন এরবাকান মারা গেছেন। দীর্ঘদিন রোগভোগের পর গতকাল ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একাধারে প্রকৌশলী ও শিক্ষাবিদ এরবাকানের দীর্ঘদিনের সহযোগী ওগুজান আসিলতার্ক স্থানীয় এনটিভিকে বলেন, 'তুরস্ক তার সবচেয়ে মূল্যবান মানুষগুলোর একজনকে হারালো আজ।' সাম্প্রতিক বছরগুলোতে এরবাকান ফেলিসিটি পার্টি নামে ছোট একটি দল পরিচালনা করতেন। গত জানুয়ারিতে পায়ে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কয়েক বছর তাঁকে প্রায়ই হুইলচেয়ারে করে চলাফেরা করতে দেখা যেত।
এরবাকান তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ১৯৯৬ সালে। এক বছরের মধ্যেই সেনাবাহিনীর নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ১৯৯৮ সালে সাংবিধানিক আদালত তাঁর ওয়েলফেয়ার পার্টিকে ধর্মনিরপেক্ষতাবিরোধী তৎপরতার জন্য নিষিদ্ধ ঘোষণা করে। সূত্র: এএফপি।

No comments

Powered by Blogger.