এমন শাস্তির দরকার ছিল-মনে করেন বাংলাদেশের ক্রিকেটাররা

সালমান বাটদের জেলে যাওয়ার সম্ভাবনা নিয়ে গত বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল ক্রিকেট-বিশ্ব। তবে আদৌ তাঁদের কারাভোগ করতে হবে কি না কিংবা হলে সেটা কত দিনের জন্য_এসব বিষয়ে কৌতূহলী ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের আগের দিনই যেমন প্র্যাকটিস শেষে হালকা নকিং করার সময় প্রশ্নে প্রশ্নে জনা দুয়েক সাংবাদিককে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন তামিম ইকবাল। 'আচ্ছা, ওদের কি জেল হবে?' বা 'সর্বোচ্চ কত দিনের জেল হতে পারে?' বাংলাদেশ দলের এ বাঁহাতি ওপেনার কাল নিশ্চয়ই যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেছেন।


আর বিভিন্ন মেয়াদে তিন পাকিস্তানি ক্রিকেটারের সাজা হওয়ার পর পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়াও। ক্রিকেটার হিসেবে তাঁদের এ পরিণতির জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি এটাও জানিয়ে দিচ্ছেন যে খেলাটার ভবিষ্যতের স্বার্থে শাস্তি হওয়াটা জরুরিও ছিল।
এর ফলে অন্যদের ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারটাও মাথায় আসছে শাহরিয়ার নাফীসের, 'ওই তিন ক্রিকেটারের পরিবারের সদস্যদের কথা ভেবেও খারাপ লাগছে। তাঁদের ব্যক্তিগত জীবনের ওপর দিয়েও তো ঝড় যাবে।' সেই সঙ্গে জাতীয় দলের এ বাঁহাতি ব্যাটসম্যান আরো যোগ করলেন, 'খবরটা শোনার পর থেকে আমার দুই ধরনের অনুভূতি হচ্ছে। একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই ওদের এ সাজা হওয়ায় দুঃখিত। কারণ ওরা আন্তর্জাতিক ক্রিকেটার। আবার একইসঙ্গে ওদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়াই উচিত বলেও মনে হচ্ছে। কারণ ওরা অনৈতিক কাজও করেছে।' নাফীসের মতো সহানুভূতির পাশাপাশি সালমান বাটদের সাজায় সন্তুষ্টিও প্রকাশ করছেন হাবিবুল বাশার। বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়কের প্রতিক্রিয়াটা এমন, 'একটু তো খারাপ লাগছেই। ওরা সম্ভাবনাময় খেলোয়াড় ছিল। আবার এটাও ঠিক যে ওরা এমন একটা কাণ্ড ঘটিয়েছে যা আসলে কখনোই মেনে নেওয়া যায় না। এর শাস্তি ওদের তাই মেনে নিতেই হবে।'
সালমান ও আসিফদের জেলগমনের শিক্ষাও এখন দিকে দিকে ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস নির্বাচক হাবিবুলের, 'শুধু তরুণ প্রজন্মই না, সব ক্রিকেটারের জন্যই এটা অনেক বড় এক শিক্ষা। এর ফলে ভবিষ্যতে কেউ এ রকম কিছু করার আগে অনেকবার চিন্তা করবে। ক্রিকেটকে পরিচ্ছন্ন রাখার জন্য এ রকম একটা শাস্তি খুব দরকার ছিল। এর ফলে ভবিষ্যতে আমরা হয়তো এ রকম ঘটনা আর দেখব না বা শুনবও না।' নাফীস অবশ্য মনে করেন না যে ম্যাচ গড়াপেটা বা স্পট ফিঙ্ংিয়ের জন্য এ তিনজনকে শাস্তি দেওয়াই যথেষ্ট, 'ক্রিকেট খেলাটা ভদ্রলোকের খেলা বলে পরিচিত। এখন এর মধ্যে যদি এ ধরনের অপরাধমূলক ব্যাপার ঢুকে যায়, এর প্রতিকার হওয়ার জরুরি। শুধু ওরাই নয়, এ ধরনের কাজের সঙ্গে আরো যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে ধরেই শাস্তি দেওয়া উচিত।'

No comments

Powered by Blogger.